• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

সরকারিভাবে মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামির হয়ে সই করলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

মায়ামি:- শনিবার সরকারিভাবে ইন্টার মায়ামিতে যোগ দিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। সোশ্যাল মিডিয়ায় ক্লাবের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। ইন্টার মায়ামির জার্সি পরে মেসির ছবিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জুনেই প্যারিস সাঁ-জা ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার কথা জানান মেসি। তবে এতদিন তিনি ছুটি কাটাচ্ছিলেন। এবার নতুন ক্লাবে যোগ দিলেন। রবিবার রাতে ইন্টার

মায়ামি:- শনিবার সরকারিভাবে ইন্টার মায়ামিতে যোগ দিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। সোশ্যাল মিডিয়ায় ক্লাবের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। ইন্টার মায়ামির জার্সি পরে মেসির ছবিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জুনেই প্যারিস সাঁ-জা ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার কথা জানান মেসি। তবে এতদিন তিনি ছুটি কাটাচ্ছিলেন। এবার নতুন ক্লাবে যোগ দিলেন। রবিবার রাতে ইন্টার মায়ামির ঘরের মাঠ ফোর্ট লডারডেলে দর্শকদের সামনে হাজির করা হবে মেসিকে। এরপর আগামী শুক্রবার লিগস কাপের ম্যাচে মেক্সিকোর ক্লাব ক্রাজ আজালের বিরুদ্ধে খেলার কথা রয়েছে মেসির। সেটাই ইন্টার মায়ামির হয়ে তাঁর প্রথম ম্যাচ হবে। মেসি যোগ দেওয়ায় মেজর লিগ সকার নিয়ে সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের উৎসাহ দেখা যাচ্ছে। ফলে এই লিগের আয়োজকরা খুব খুশি।

গত দেড় দশক ধরে বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসির কেরিয়ারের নতুন অধ্যায় শুরু হল। ইউরোপ ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাবের হয়ে খেলা শুরু করছেন মেসি। সূত্রের খবর, সোমবার সাংবাদিকদের মুখোমুখি হবেন মেসি। এরপর মঙ্গলবার প্রথমবার নতুন ক্লাবের সতীর্থদের সঙ্গে অনুশীলন করবেন মেসি। তাঁর দল মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে সবার শেষে। এখনও পর্যন্ত একবারও মেজর লিগ সকার চ্যাম্পিয়ন হতে পারেনি ইন্টার মায়ামি। তবে এবার মেসি দলে যোগ দেওয়ায় ভালো পারফরম্যান্সের আশায় সমর্থকরা। মেসি যোগ দেওয়ায় ইন্টার মায়ামির সমর্থক সংখ্যাও অনেক গুণ বেড়ে গিয়েছে। নতুন ক্লাবের হয়ে মেসির প্রথম ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে।

Advertisement

 

Advertisement

Advertisement