• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

চোটের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাসেজ থেকে ছিটকে গেলেন আর্চার

টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাসেজ থেকে ছিটকে গেলেন আর্চার।এখন বেশ কয়েকদিন মাঠের বাইরে থাকতে হবে, এমন কথাই ওই দেশের ক্রিকেট বাের্ডের পক্ষ থেকে জানানাে হয়েছে।

জোফ্রা আর্চার (Photo: Twitter/@JofraArcher)

চোটের জন্য ইংল্যান্ডের পেস বােলার জোফ্রা আর্চার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং অ্যাসেজ সিরিজে খেলতে পারবেন না, এমন কথাই বৃহস্পতিবার ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বাের্ডের তরফ থেকে জানানাে হল।

এলবাের চোটের জন্যই আর্চার ছিটকে গেলেন দুটি বড় প্রতিযােগিতার আসর থেকে। এখন বেশ কয়েকদিন মাঠের বাইরে থাকতে হবে চোটের জন্য, এমন কথাই ওই দেশের ক্রিকেট বাের্ডের পক্ষ থেকে জানানাে হয়েছে।

Advertisement

Advertisement

Advertisement