নার্সারি লিগের গ্রুপ-বি-এর খেলায় ভবানীপুর ক্লাব ২-০ গোলে ইষ্টবেঙ্গলকে হারিয়ে ইস্ট জোন থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল দুই অর্ধে অঙ্কুরের জোড়া গোলে। ভবানীপুর ক্লাবের পক্ষে মাঝমাঠের ফুটবলার অঙ্কুর ঘোষ একাই দুটো গোল করে সবার নজর কেড়ে নেয়।অঙ্কুর গ্রুপ পর্যায়েও ৫ ম্যাচে তিন গোল করেছে। বারাসত সাব ডিভিশনের বহিরা কালিবাড়ির অঙ্কুর এই প্রথম কলকাতা মাঠে খেলার সুযোগ পেয়েছে। সুযোগ পেয়েই বেশ নজরকাড়া ফুটবল খেলছে। বারাসত ইউনাইটেড ফুটবল একাডেমির কোচ নটরাজ দাসের অধীনে মাত্র ৮ বছর বয়সে ফুটবলে তার হাতেখড়ি।
কোচ নটরাজ দাসের কথায়, ‘অঙ্কুর এই বয়সেই খেলার প্রতি প্রচন্ড মনোযোগী ও সর্বদা খেলা শেখার প্রতি আগ্রহী ছাত্র। গত ৫বছর ধরে প্র্যাকটিসে ওকে কখনও অমনোযোগী হতে দেখিনি। মাঝমাঠে খেলেও গোল করার প্রতি ওর বরাবরের ঝোঁক আছে। আগামীদিনে অঙ্কুর বড় ফুটবলার হওয়ার স্বপ্ন দেখবে বলে বিশ্বাস।’
Advertisement
ট্রায়াল দিয়েই অঙ্কুর ভবানীপুর ক্লারের হয়ে নার্সারি লিগে খেলার সুযোগ পায়। অঙ্কুররে বাবা তার ফুটবল খেলায় অনুপ্রেরণা। ক্লাব চ্যাম্পিয়নশিপের দুটো খেলায় জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে।কিন্তু চ্যাম্পিয়নশিপের খেলা শেষ না হওয়া পর্যন্ত তার বাবা এখনই ছেলের সম্পর্কে বিশেষ কথা বলতে চাইলেন না। সামান্য রোজগারের মাঝেও ছেলেকে বড় ফুটবলার হিসেবে তিনি দেখতে চান।
Advertisement
Advertisement



