• facebook
  • twitter
Friday, 5 December, 2025

টেস্ট সিরিজ জিতবে অজিরা: ক্লার্ক

একদিনের ম্যাচ ও টি-টোয়েন্টি সিরিজ যদিও ভারতীয় দল জিততে পারে কিন্তু টেস্ট সিরিজ (8-0) ম্যাচের ব্যবধানে জিতবে অস্ট্রেলিয়া সেটা আমি বলতে পারি।

মাইকেল ক্লার্ক (ছবি: IANS)

‘একদিনের ম্যাচ ও টি-টোয়েন্টি সিরিজে যদিও ভারতীয় দল জিততে পারে কিন্তু টেস্ট সিরিজে জয়লাভ তুলে নেবে ( 8-0 ) ম্যাচের ব্যবধানে অস্ট্রেলিয়া দল সেটা আমি বিশ্বাসের সঙ্গে বলে দিতে পারি। গতবার কি হয়েছে সেটা আমি মাথায় রাখছি না। এবারে আমাদের দলে প্রধান দুই শক্তি স্মিথ এবং ওয়ার্নার ফিরে এসেছে।

সেখানে আমি আমাদের দলকে নিয়ে বাজি ধরতেই পারি তারা ভারতকে হােয়াইট ওয়াশ করবেই। পাশাপাশি বিপক্ষ দলে বিরাটের মতন তারকার অনুপস্থিতি’ জানান মাইকেল ক্লার্ক।

Advertisement

Advertisement

Advertisement