• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বিশ্বকাপের স্বপ্ন দেখতে শুরু করলেন অভিষেক শর্মা

নিঃসন্দেহে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারানোর পরে ভারতের মেয়েরা আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে সেরা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল।

প্রতিনিধিত্বমূলক চিত্র

অস্ট্রেলিয়া সফরে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে ভারত ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের পকেটে তুলে নিল। তবে, পার্থের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টির জন্য যেমন খেলা চালু করা সম্ভব হয়নি, ঠিক সেইভাবেই ব্রিসবেনে শনিবার বৃষ্টির কারণে ম্যাচ ভস্তে যায়। আর এই প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় হিসেবে সম্মানিত হয়েছেন ভারতের অভিষেক শর্মা। অভিষেক সম্মানিত হওয়ার পর বলেন, আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। ওই বিশ্বকাপ জেতা আমার কাছে একটা বড় স্বপ্ন। অভিষেক আরও বলেন, অস্ট্রেলিয়ায় সফল হওয়ার জন্য মানসিক ও টেকনিক্যাল প্রস্তুতি নিয়ে ফেলেছি। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজ খেলতে হবে জানতে পেরে আমি খুব উত্তেজিত হয়ে পড়েছিলাম। আমি পারব কিনা, বারবার মনকে জিজ্ঞাসা করেছি।

নিজেকে অধ্যাবসায়ের মধ্যে দিয়ে তৈরি করেছি। আমি জানতাম, অস্ট্রেলিয়ার উইকেট সবসময় ব্যাটিং সহায়ক হয়ে থাকে। তাই বিপক্ষ দলের বোলারদের এবং পরিবেশের কথা মনে করে ব্যাট হাতে মাঠে নেমেছি। অস্ট্রেলিয়ার বিশ্বমানের বোলারদের বিরুদ্ধে খেলতে হবে, তা ভেবে আমি নিজেকে অত্যন্ত শক্ত করেছিলাম। আমি জানি আগ্রাসী ভূমিকা নিয়ে আমাকে খেলতে হবে। ভালো ক্রিকেট খেলতে গেলে এবং দলের হয়ে অবদান রাখতে গেলে বিশ্বমানের বোলারদের বিরুদ্ধে খেলাটাই হল আসল লড়াই। আমি সবসময়ই চেষ্টা করেছি এই ধরনের বোলারদের খেলার জন্য। অনুশীলনে সেইভাবে খেলার চেষ্টা করেছি।

Advertisement

অভিষেক আরও বলেন, অধিনায়ক সূর্যকুমার যাদব ও কোচ গৌতম গম্ভীর আমাকে স্বাধীনভাবে খেলার অনুমতি দিয়েছেন। এটা মনে রাখতে হবে, ২০ বা ৩০ রান হয়ে গেলে লম্বা ইনিংস খেলার সুযোগ থাকে। কিন্তু শুরুটা ভালো করার দিকে আমার মনোসংযোগ ছিল। অধিনায়ক সবসময়ই ভাবতেন, কীভাবে এত ক্রিকেটারকে বিশ্বকাপে জায়গা দেবেন। মাথাব্যথাটা এমনিতেই চলে আসে। হাতে অনেক বিকল্প খেলোয়াড় থাকেন। তাই অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার কারণে বিশ্বকাপের আগে এই প্রস্তুতিটা খুবই দরকার ছিল। মনে রাখতে হবে, ঘরের মাঠে বিশ্বকাপ খেলাটা বেশ কঠিন।

Advertisement

ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ভারতের মাটিতে মহিলা দল বিশ্বকাপ জেতার পর কী হয়েছে, তা সবারই জানা আছে। দর্শকরা যেভাবে আমাদের বোনদের সমর্থন জানিয়েছেন, তা ভাবা যায় না।

নিঃসন্দেহে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারানোর পরে ভারতের মেয়েরা আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে সেরা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল। সেই চ্যালেঞ্জের ভারতের মেয়েরা বাজিমাত করেছেন। এটাই সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয়। সামনে আরও দুটো সিরিজ বাকি রয়েছে বিশ্বকাপে অংশ নেওয়ার আগে।

Advertisement