কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে নিয়ে নাইট শিবিরে সমালোচনার ঝড়

Written by SNS March 28, 2024 1:13 pm

নিজস্ব প্রতিনিধি– শান্তির সংসারে অশান্তির ছায়া৷ তারচেয়ে বরং বলা ভাল, নিস্তরঙ্গ জলাশয়ে দুম করে প্রবল তরঙ্গের বহিপ্রকাশ৷ প্রথম ম্যাচ জিতে যথেষ্ট ভাল জায়গায় রয়েছে কেকেআর৷ আগামী শুক্রবার ফের খেলতে নামবেন রাসেল, রিঙ্কু সিংহরা৷ অথচ এই সময় কিনা চন্দ্রকান্ত পন্ডিতকে নিয়ে সমালোচনার ঢেউ উঠল৷ গতবার কেকেআর তেমন সুবিধে করতে পারেনি৷ দশটা দলের মধ্যে সপ্তম স্থানে শেষ করেছিল৷ তা নিয়ে কেউ হতাশা লুকিয়ে রাখেনি৷ সকলেই দুঃখ প্রকাশ করে বলেছিল, এই ভুলের পুনরাবৃত্তি করতে হবে৷ প্রশ্ন হল, দল মোটামুটি এক ছিল৷ তাহলে কেন এমন পদস্খলন৷ তার কারণ খঁুজতে গিয়ে নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড উইজ জানিয়ে দিয়েছেন, এরজন্য দায়ী অন্য কেউ নন স্বয়ং কোচ চন্দ্রকান্ত পন্ডিত৷ ড্রেসিংরুমে তাঁর আচরণ নাকি দলের বিদেশিরা একদম মেনে নিতে পারতেন না৷

যার ফলে সকলে গা ভাসিয়ে খেলার চেষ্টা করেছে৷ কেউ দলকে ভালোবেসে নিজেকে উজাড় করে দেয়নি৷ চন্দ্রকান্তের দোষটা কি ছিল তা তুলে ধরতে গিয়ে ডেভিড উইজ বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটারদের সামনে যদি ক্রমাগত ডিসিপ্লিনের কথা বলা হয় তাহলে তারা শুনবে কেন৷ “দলের পর্দার আড়ালে বেশ কিছু সমস্যা ছিল৷ দলের মধ্যে বেশ কিছু ব্যাপার চলছিল তা অনেকের পক্ষে মেনে নেওয়া অসম্ভব৷ তাই কেউই তেমন খুশি মনে খেলতে পারছিল না৷ অনেক সময় ব্যাপারটা এ্মন দাঁডি়য়ে ছিল যেন ড্রেসিংরুমটা হল সামাজিক জীবনের শুদ্ধিকরণের জায়গা৷ নতুন কোচ হিসেবে এসে তিনি নির্দিষ্ট কিছু বিষয় পছন্দ করতেন৷ এমন কী ক্রিকেটারদের সঙ্গে ঠিকমতো মিশতেই পারতেন না৷” হিটম্যান ফর হায়ার নিয়ে কথা বলতে গিয়ে একথা জানিয়েছেন গতবার কেকেআরের হয়ে খেলা নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড উইজ৷ কোচ চন্দ্রকান্ত পন্ডিতকে আসামীর কাঠগড়ায় তুলে ধরে উইজ আরও বলেন,“কোচ হয়ে এসে তিনি ভেবেছিলেন, এমন কিছু কিছু পরিবর্তন আনবেন যাতে দলের সাফল্য আসতে বাধ্য৷ অনেকে তাঁর এই খামখেয়ালিপনাকে মেনে নিতে পারেনি৷ বিশেষ করে বিদেশিরা৷ তাঁর কোচিংয়ে বারবার ফুটে উঠছিল জঙ্গি মনোভাব৷ সেই সঙ্গে ছিল কঠোর শৃঙ্খলাপরায়ণ৷ বিদেশিরা যারা সারা বিশ্বে খেলে বেড়ায় তাদের কাছে এসব কখনও ভাললাগতে পারেনা৷ এখন বিদেশিদের যদি শেখানো হয়, কীভাবে সকলের সঙ্গে ব্যবহার করতে হবে৷ কী পোষাক পরা উচিত, কী খাওয়া দরকার৷ কী করলে ভাল হবে৷ সেসব কথা শুনবে কেন৷” ডেভিড উইজ বলছেন, তবু

তিনি কোচের এই কথাকে মেনে নিতেন৷ কিন্ত্ত অধিকাংশ বিদেশি ব্যাপারগুলো মন থেকে মানতে পারেনি৷ তাই তাঁদের খেলায় বারবার হতশ্রী পারফরম্যান্স ফুটে উঠেছে৷ চন্দ্রকান্ত পন্ডিত আসলে ঘরোয়া ক্রিকেটে দারুন সফল কোচ৷ তিনি বিদর্ভ ও মধ্যপ্রদেশকে রঞ্জি চ্যাম্পিয়ন করেছেন৷ কেকেআর টিম ম্যানেজমেন্ট তাই ভেবেছিল, চন্দ্রকান্ত নিশ্চয় আইপিএলে সফল হবেন৷ কিন্ত্ত আইপিএল আর রঞ্জি যে এক প্রতিযোগিতা নয়, তা পরে টের পেয়েছে দলের কর্তৃপক্ষ৷ সেইজন্য এবার তডি়ঘডি় করে নিয়ে আসা হয়েছে মেন্টর হিসেবে গৌতম গম্ভীরকে৷ চন্দ্রকান্ত ২০২২ সালের মরশুম শুরুর আগে কোচ হিসেবে নাইট রাইডার্সে আসেন৷ তিনি ব্রেন্ডন ম্যাকালামের জায়গায় এসেছিলেন৷ ম্যাকালামের কোচিংয়ে ২০২১ সালে কেকেআর ফাইনালে খেলেছিল৷ গত শনিবার ইডেনে ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদকে ৪ রানে হারিয়ে দেয় কেকেআর৷ এখন দেখার জয়ের ধারা ধরে রাখতে নাইট রাইডার্স সক্ষম হয় কিনা৷