• facebook
  • twitter
Thursday, 6 February, 2025

অবসরের পরেই কে কে আরের কোচ

নাইটদের প্রস্তাব ঋদ্ধিমানের!

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভারতের প্রাক্তন ক্রিকেটার বাংলা ঋদ্ধিমান সাহা এই মরশুম শেষ হলেই পেশাদার ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেবেন। তাই রঞ্জির এই মরশুম শেষ হওয়ার অপেক্ষায় রয়েছেন ঋদ্ধিমান সাহা।

কিন্তু অবসরের পর কী পরিকল্পনা রয়েছে ভারতীেয় ক্রিকেটের সুপারম্যানের? জানা গেছে, ঋদ্ধিকে সহকারী কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সেই প্রস্তাব নিয়ে কী ভাবছেন তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান?

সেই অর্থে চলতি রঞ্জি ট্রফি থেকে কার্যত বিদায় নিয়েছে বাংলা। গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে বৃহস্পতিবার ইডেনে নামছেন ঋদ্ধিমানরা পাঞ্জাবের বিরুদ্ধে। সেই ম্যাচ খেলার পরেই ব্যাট-গ্লাভস তুলে রাখবেন ঋদ্ধি। তিনি অবসর ঘোষণা করার পরেই শোনা গিয়েছিল, ঋদ্ধিকে বাংলার উইকেটকিপিং কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু বিদায়ী ম্যাচের আগে সেসব নিয়ে মোটেই ভাবতে চান না ঋদ্ধি। আপাতত তাঁর একটাই লক্ষ্য, কঠিন অঙ্কের হিসেব টপকে বাংলাকে রঞ্জির পরবর্তী রাউন্ডে নিয়ে যাওয়া।

অবসরের পরে তারকা ক্রিকেটার কি করবেন এই প্রশ্নে উত্তরে বলেন, সহকারী কোচ হওয়ার জন্য প্রস্তাব এসেছিল নাইটদের তরফে। কিন্তু সেই প্রস্তাবে পত্রপাঠ না করে দিয়েছেন ঋদ্ধি। তাঁর মতে, সমস্ত কাজের জন্যই চূড়ান্ত প্রস্তুতি নেওয়া দরকার। প্রস্তুতি না থাকলে কোনও কাজে সাফল্য আসে না। কোচিং করানোর ক্ষেত্রেও সেই একই কথা বলা যায়।

তাই এখনই কোচিংয়ে আসতে আগ্রহী নন ঋদ্ধিমান। তাঁর মতে, কোচিং করানোর মতো মানসিক প্রস্তুতি নেই। সেকারণেই কেকেআরের প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়েছে। এখনই তিনি কোচিংয়ে আসবেন কিনা তা স্পষ্ট করেননি। হয়তো কেকেআরের কোচিং স্টাফ হিসাবে তাঁকে দেখা গেলেও যেতে পারে। উল্লেখ্য, ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত কে কে আরের হয়ে খেলেছেন ঋদ্ধিমান। শেষ পর্যন্ত ঋদ্ধিমান অবসরের পরে কোন পথে পা বাড়ান সেটাই দেখবার অপেক্ষায়।