ভারতের নতুন হকি কোচ অস্ট্রেলিয়ার গ্রাহাম রিড

হকি ইন্ডিয়া অস্ট্রেলিয়ার প্রাক্তন খেলোয়াড় গ্রাহাম রিডকে ভারতের হকি কোচ নিযুক্ত করার পর এই আশা প্রকাশ করেছে যে তার অভিজ্ঞতা ভারতকে পছন্দসই ফলাফল পেতে সাহায্য করবে।

Written by SNS April 9, 2019 10:51 am

গ্রাহাম রিড (Photo: Instagram/hockeyindia)

দিল্লি – প্রায় চারমাস কোচ না থাকা অবস্থায় কাটানাের পর ভারতের ছেলেদের সিনিয়র হকি দল নতুন হেড কোচ পেতে চলেছে। হকি ইন্ডিয়া অস্ট্রেলিয়ার প্রাক্তন খেলোয়াড় গ্রাহাম রিডকে ভারতের হকি কোচ নিযুক্ত করার পর এই আশা প্রকাশ করেছে যে তার অভিজ্ঞতা ভারতকে পছন্দসই ফলাফল পেতে সাহায্য করবে। ৫৪ বছর বয়সী গ্রাহাম রিড বর্তমানে বেঙ্গালুরুতে চলতি জাতীয় ক্যাম্পে শীঘ্রই যােগ দেবেন। আগামী বছর শেষ পর্যন্ত তাকে কোচ করা হয়েছে। কিন্তু তাঁর পারফরমেন্স দেখার পর ২০২২ সালের হকি বিশ্বকাপ পর্যন্ত তাঁর কোচের মেয়াদ বাড়িয়ে দেওয়া হতে পারে। রিড এতদিন নেদারল্যান্ড দলের সহকারী কোচ ছিলেন। ২০১৮ সালে ছেলেদের বিশ্বকাপে নেদারল্যান্ড রৌপ্যপদক জয় করে। ভারতের চিফ কোচের পদটি খালি ছিল কারণ গত জানুয়ারি মাসে হরেন্দ্র সিংকে কোচের পদ থেকে বরখাস্ত করা হয়। গতবছর ভুবনেশ্বরে বিশ্বকাপ হকিতে ভারত কোয়ার্টটর ফাইনালে বিদায় নেওয়ায় হরেন্দ্র সিংকে আর রাখা হয়নি। অস্ট্রেলিয়ার জাতীয় হকি দলে রিড ছিলেন এক বর্ণময় চরিত্র। ১৯৯২ সালে বার্সিলােনা অলিম্পিকে যে অস্ট্রেলিয়া দলটি রুপাের পদক জেতে সেই দলে ছিলেন রিড। তাছাড়াও ১৯৮৪, ১৯৮৫, ১৯৮৯ এবং ১৯৯০ সালে যে অস্ট্রেলিয়া দলগুলি চ্যাম্পিয়নস ট্রফি জয় করেছিল, রিড সেইসব দলের খেলােয়াড় ছিলেন। অস্ট্রেলিয়ার হয়ে ১৩০টি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর ২০০৯ সালে তাকে অস্ট্রেলিয়ার সহকারী কোচ করা হয়েছিল। হকি ইন্ডিয়ার সভাপতি মহম্মদ মুস্তাক আমেদ বলেছেন, গ্রাহাম রিড সাফল্যময় কেরিয়ারে এবং তারপর কোচ হিসেবে তাঁর অভিতার জন্য নজর কেড়েছেন। ২০২০ সালে টোকিও অলিম্পিকে ভারতকে পদক এনে দেওয়ার জন্য আমরা রিডের ওপর ভরসা করছি। রিড জানিয়েছেন, তার স্ত্রীও আগষ্ট মাসে ভারতে চলে আসছেন এবং বেঙ্গালুরুতে তারা থাকবেন বলে ঠিক আছে।