• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দেশের বিজ্ঞানীদের স্যালুট প্রধানমন্ত্রীর

দেশের বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমকে স্যালুট জানালেন নরেন্দ্র মােদি।জাতীয় প্রযুক্তি দিবসে বিজ্ঞানীদের নিরলস কঠোর পরিশ্রমের প্রতি তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি (Photo: IANS)

দেশের বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমকে স্যালুট জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি। জাতীয় প্রযুক্তি দিবসে বিজ্ঞানীদের নিরলস কঠোর পরিশ্রমের প্রতি তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন। মঙ্গলবার তিনি পরপর দু’টি টুইট করেন।

তিনি টুইটে স্মরণ করেন পােখরান বিস্ফোরণের কথা আর অন্য টুইটে করােনার বিরুদ্ধে ভারতীয় বিজ্ঞানীরা যে সাফল্য দেখিয়েছেন, তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি টুইটে লিখেছেন, ‘আমরা গর্বের সঙ্গে পােখরান পরীক্ষার কথা স্মরণ করি, যা বিজ্ঞান ও প্রযুক্তির শক্তিকে তুলে ধরা।

Advertisement

অন্য টুইটে প্রধানমন্ত্রী গত একবছর ধরে করােনার বিরুদ্ধে যে সাফল্য বিজ্ঞানীরা দেখিয়েছেন, আমি সেই বিজ্ঞানীদের উৎসাহ ও পরিশ্রমকে শ্রদ্ধা জানাই। ১৯৯৮ সালে আজকের দিনে রাজস্থানের পােখরানে মরুভূমির বুকে হাইড্রোজেন বােমার পরীক্ষা করেছিল ভারত উন্নত দেশগুলির চোখরাঙ্গনিকে উপেক্ষা করে। সেদিন প্রধানমন্ত্রী ছিলেন অটলবিহারী বাজপেয়ী।

Advertisement

Advertisement