কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্নায়ুবিজ্ঞানকে কাজে লাগিয়ে এবার চিনের গোপন গবেষণায় উঠে এসেছে তোলপাড় করা তথ্য। দেশটি মস্তিষ্কের স্নায়ু ও যন্ত্রের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করে ‘সুপার হিউম্যান’ তৈরির ওপর কাজ করছে। গবেষকরা বলছেন, এই প্রযুক্তির মাধ্যমে মানুষের চিন্তা ও কর্মক্ষমতা বাড়ানো সম্ভব, যা যুদ্ধক্ষেত্র, শিল্প এবং নানাবিধ ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। ফলে আগামীতে কর্মক্ষেত্রে মানুষের প্রতিযোগী হয়ে উঠতে চলেছে ‘সুপার হিউম্যান’।
বিশেষজ্ঞদের মতে, এই গবেষণায় কৃত্রিম মেধার সঙ্গে মানব মস্তিষ্কের সরাসরি সংযোগ স্থাপন করা হচ্ছে। এর ফলে যন্ত্র ও মানব মস্তিষ্কের মধ্যে শারীরিক দূরত্ব আর বাধা হয়ে দাঁড়াবে না। চিনের এই প্রকল্পের নাম বা বিস্তারিত তথ্য এখনও গোপন রাখা হয়েছে। তবে কিছু ল্যাব রিপোর্ট এবং সরকারি নথিতে এর ইঙ্গিত মিলেছে।
Advertisement
যদিও এই প্রকল্পের কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে চিনের কৃত্রিম মেধা গবেষণা নিয়ে অনেকে মানব সভ্যতায় নতুন বিপদের আশঙ্কা করছেন। বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম মেধা ও স্নায়ুবিজ্ঞান নিয়ে সুনির্দিষ্ট নীতিমালা না থাকলে মানবাধিকার ও গোপনীয়তার ক্ষেত্রে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে।
Advertisement
বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ‘যদি এটি সফল হয়, তাহলে সাধারণ মানুষের সীমাবদ্ধ ক্ষমতার চেয়ে অনেক বেশি কর্মক্ষমতা সম্পন্ন মানুষ তৈরি করা সম্ভব হবে। কিন্তু একই সঙ্গে এটি নৈতিক ক্ষেত্রে এবং নিরাপত্তা বিষয়েও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে চলেছে।’
Advertisement



