বিশেষ নম্বরে কেজরিওয়ালকে আশীর্বাদ দিতে জনগণকে আর্জি স্ত্রী সুনীতার

Written by SNS March 30, 2024 1:31 pm

দিল্লি, ২৯ মাচ– দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে অন্যায়ভাব গ্রেফতার করেছে ইডি৷ সেই গ্রেফতারির প্রতিবাদে অভিনব ডিজিটাল প্রচার শুরু করলেন মুখ্যমন্ত্রীর স্ত্রী সুনীতা কেজরিওয়াল৷ এই ডিজিটাল প্রচারে সুনীতা কেজরিওয়াল কো আশীর্বাদ নামে একটি হোয়াটস অ্যাপ নম্বরে প্রার্থনা করতে বলেছেন কেজরির জন্য৷ শুক্রবার দেশের মানুষের কাছে অন্যায়ভাবে তাঁর স্বামীকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গ্রেফতারির প্রতিবাদে জনমত গডে় তুলতে হোয়াটস অ্যাপে ‘কেজরিওয়াল কো আশীর্বাদ’ নামক প্রচারে নামলেন সুনীতা৷ স্বামীকে সত্যকার জাতীয়তাবাদী বলে উল্লেখ করে সুনীতা বলেন, গত ৩০ বছর ধরে আমি তাঁর সঙ্গে রয়েছি৷ উনি দেশের স্বৈরাচারী ও একনায়কতান্ত্রিক শাসনকে চ্যালেঞ্জ জানিয়েছেন৷ কেজরির এই কঠিন সময়ে দেশবাসীর কাছে সুনীতা সমর্থনের আর্জি জানিয়েছেন৷ জনমত যাচাই ও গ্রেফতারির বিরুদ্ধে ডিজিটাল আন্দোলন গডে় তুলতে সুনীতা একটি হোয়াটস অ্যাপ নম্বর (8297324624) দিয়েছেন৷ সেখানে দিল্লির মুখ্যমন্ত্রীকে গণ-আশীর্বাদ দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি৷

গত ২১ মার্চ ইডির হাতে গ্রেফতার হওয়ার পর থেকে তাদের হেফাজতেই রয়েছেন কেজরি৷ সে বিষয়টি উল্লেখ করে সুনীতা বলেন, আজ থেকে আমরা একটি কর্মসূচি চালু করছি৷ এই নম্বরে আপনারা আপনাদের আশীর্বাদ পাঠাবেন৷

আম আদমি পার্টির সদস্য হলেও কেজরির স্ত্রী, প্রাক্তন আইআরএস অফিসার সুনীতা কোনওদিনই দলের কোনও পদাধিকারী ছিলেন না৷ নির্বাচনেও লডে়ননি৷ এমনকী দল পরিচালনাতেও তাঁর কোনও ভূমিকা দেখতে পাওয়া যায়নি৷ কিন্ত্ত, ২১ মার্চের পর থেকে সুনীতা কেজরিওয়াল জনসমক্ষে চলে আসেন৷ জেল থেকে পাঠানো স্বামীর বার্তা পডে় শোনানো থেকে বেশ কয়েকবার মুখ খুলেছেন তিনি৷ তিনি আরও বলেন, কেজরির গ্রেফতারির পর থেকে অনেকে আমাকে ফোন করেছেন৷ অনেকে বলেছেন, ওনার মুক্তির জন্য তাঁরা উপবাস করছেন৷ এতেই বোঝা যায়, কত মানুষ তাঁকে ভালোবাসেন৷ তাই এই নম্বরে আপনারা মনের কথা জানান৷ আপনাদের প্রতিটি শুভকামনা তাঁর কাছে পৌঁছে যাবে৷ ওনারও ভালো লাগবে৷ এরজন্য আপনাকে আম আদমি পার্টির লোক হতে হবে তারও কোনও মানে নেই৷