বিজেপি-কে ভোট দিন, মমতার গুন্ডাদের উল্টো করে ঝোলাবো: অমিত শাহ

Written by SNS April 23, 2024 4:47 pm

কলকাতা, ২৩ এপ্রিল:  লোকসভার দ্বিতীয় দফার ভোট প্রচারে আজ বঙ্গ সফরে এলেন অমিত শাহ। আর এসেই শাসকদল তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ ২৩ এপ্রিল উত্তরবঙ্গে ইংলিশবাজার ও করণদিঘিতে জোড়া সভা করলেন শাহ৷ সেই সভাতে রাজ্যের তৃণমূল পরিচালিত মমতা সরকারের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানালেন বিজেপি-র প্রাক্তন সর্ব ভারতীয় সভাপতি। তিনি এদিন বক্তৃতার মাঝে সিএএ নিয়ে মমতার বিরুদ্ধে আক্রমণ করেন। বলেন, নতুন আইনে সমস্ত হিন্দু শরণার্থীরা ভারতের নাগরিকত্ব পাবেন। কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী নাগরিকত্ব সংশোধনী আইন স্পর্শ করতে পারবে না।

এদিন রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিক পালকে বিপুল ভোটে জয়ী করতে উত্তর দিনাজপুর জেলার করণদিঘিতে একটি মিছিলে অংশগ্রহণ করেন। প্রসঙ্গত এই কেন্দ্রে গত ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করে। আগামী শুক্রবার দ্বিতীয় দফার ভোটে সেই রায়গঞ্জ কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। তৃণমূল এবার এই কেন্দ্রে বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করেছে।

অমিত শাহ তাঁর বক্তৃতায় সীমান্ত রাজ্য পশ্চিমবঙ্গের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘এই রাজ্যে মমতা ব্যানার্জী সীমান্তে অনুপ্রবেশ আটকাতে পারবে না। একমাত্র মোদিজিই এখানে অনুপ্রবেশ রোধ করতে পারবেন। গতবার আপনারা আমাদের এরাজ্য থেকে ১৮টি আসন দিয়েছিলেন। তার বিনিময়ে মোদীজি আপনাদের রাম মন্দির দিয়েছে। এবার আপনারা আমাদের ৩৫টি আসন দিন। আমরা অনুপ্রবেশ বন্ধ করে দেব।’

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এদিন সন্দেশখালির প্রসঙ্গও বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, সন্দেশখালি হল আরও একটি জ্বলন্ত সমস্যা। যা এই নির্বাচনে বাংলার মানুষের কাছে বহু আলোচিত বিষয়। শাহ অভিযোগ করেন,’ভোট ব্যাংকে প্রভাব পড়বে না বলে মমতা ব্যানার্জী সন্দেশখালিতে মহিলাদের ওপর অত্যাচারের অনুমতি দিয়েছে। বিষয়টি নিয়ে হাইকোর্ট হস্তক্ষেপ করার পর অভিযুক্তরা এখন হাজতবাস করছে।’ তিনি আরও বলেন,’তৃণমূলের স্থানীয় নেতারা জমি দখল, তোলাবাজি আর নারীদের ওপর যৌন নির্যাতনের কারণে উত্তর ২৪ পরগনার এই দ্বীপটি সারাদেশে এখন আলোচ্য বিষয়।’

অমিত শাহ গতকাল স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায় নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ করেন। হাইকোর্টের নির্দেশে ২৫ হাজার চাকরি বাতিল প্রসঙ্গে তিনি বলেন, ‘স্কুলে শিক্ষক ও শিক্ষা কর্মী নিয়োগের জন্য প্রতিটি চাকরি পিছু ১০ থেকে ১৫ লক্ষ টাকা করে নেওয়া হয়েছে। যার মধ্যে ৫১ কোটি টাকা বাংলার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে।’ তিনি বলেন,”মমতা বন্দ্যোপাধ্যায় ‘মা মাটি মানুষ’ স্লোগান তুলে ক্ষমতায় এসেছেন। কিন্তু, সন্দেশখালির মায়েরা আজ বাংলাদেশী অনুপ্রবেশকারীদের দ্বারা অত্যাচারিত হচ্ছেন। দুর্নীতির জন্য মানুষকে আজ দুর্ভোগ পোহাতে হচ্ছে। আপনারা বিজেপি-কে ভোট দিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুন্ডাদের উল্টো করে ঝোলানো হবে।’

শাহ তাঁর বক্তৃতায় তৃণমূল নেতাদের সম্পত্তি বৃদ্ধি নিয়েও সরব হন। বলেন,’তৃণমূল নেতাদের বাড়ির দিকে একবার তাকান। দেখতে পাবেন, যারা টালি বা খড়ের চালে বাস করত, তাঁদের এখন চারতলা বাড়ি। তারা গাড়িতে চড়ে ঘুরে বেড়ায়। যা আপনাদের টাকায় হয়েছে।’ তিনি অভিযোগ করেন,’আমরা রায়গঞ্জে একটি এইমস হাসপাতাল তৈরির পরিকল্পনা নিয়েছিলাম। কিন্তু মমতা দিদি সেটা করতে বাধা দিয়েছেন। এটাই মোদির গ্যারান্টি। আপনারা আমাদের ৩০টি আসন উপহার দিন। মোদী সরকার ক্ষমতায় এলে আমরা আপনাদের উত্তরবঙ্গে প্রথম এইমস হাসপাতাল উপহার দেব।’

প্রসঙ্গত গতকাল রায়গঞ্জ এবং কুমারগঞ্জে একের পর এক সমাবেশে মমতা দাবি করেন, প্রথম দফা ভোটে পরাজয় হবে বুঝতে পেরে বিজেপি আতঙ্কিত হয়ে পড়েছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘ভয় ও আতঙ্ক বিজেপিকে গ্রাস করেছে। সারা দেশে প্রায় ১০০টি আসনে প্রথম দফার ভোটের পরে, তারা ভরাডুবি বুঝতে পেরেছে। তাই তারা ভিত্তিহীন বক্তব্য দিচ্ছে। গেরুয়া শিবিরের পরাজয় সময়ের অপেক্ষা মাত্র।’ এদিন সন্দেশখালি প্রসঙ্গে মমতা বলেন, ‘নির্বাচনের আগে আমাদের বদনাম করার ষড়যন্ত্র করছে বিজেপি।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, তিনি নাগরিকত্ব আইন চালু করতে দেবেন না। এপ্রসঙ্গে তিনি বলেন,’সিএএ হল বৈধ নাগরিকদের বিদেশী বানানোর একটি ফাঁদ। আপনি যদি সিএএ-তে আবেদন করেন, তাহলে আপনার ওপর এনআরসি প্রয়োগ করা হবে। আমরা পশ্চিমবঙ্গে সিএএ এবং এনআরসি চালু হতে দেব না। কারণ, আপনি যদি একবার সিএএ-এর আবেদন করেন, তাহলে আপনি বিদেশী হয়ে যাবেন।’