• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

ফের বিপত্তি! দুর্গাপুরে কপ্টারের আসনে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা

নিজস্ব প্রতিনিধি— হেলিকপ্টারে উঠতে গিয়ে ফের বিপত্তি ঘটল৷ আবার চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ শনিবার আসানসোলে লোকসভা ভোটের দু’টি প্রচার সভা ছিল মমতার৷ দুর্গাপুর থেকে হেলিকপ্টারে সেখানেই যাচ্ছিলেন তিনি৷ কিন্ত্ত কপ্টারে উঠে আসনে বসার সময়ে আচমকাই হোঁচট খেয়ে পড়ে যান মমতা বন্দোপাধ্যায়৷ টুইট্যারে একটি ভিডিয়ো ফুটেজে ধরা পড়েছে গোটা ঘটনাটি৷ সেখানে দেখা যাচ্ছে, গাড়ি থেকে

নিজস্ব প্রতিনিধি— হেলিকপ্টারে উঠতে গিয়ে ফের বিপত্তি ঘটল৷ আবার চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ শনিবার আসানসোলে লোকসভা ভোটের দু’টি প্রচার সভা ছিল মমতার৷ দুর্গাপুর থেকে হেলিকপ্টারে সেখানেই যাচ্ছিলেন তিনি৷ কিন্ত্ত কপ্টারে উঠে আসনে বসার সময়ে আচমকাই হোঁচট খেয়ে পড়ে যান মমতা বন্দোপাধ্যায়৷ টুইট্যারে একটি ভিডিয়ো ফুটেজে ধরা পড়েছে গোটা ঘটনাটি৷ সেখানে দেখা যাচ্ছে, গাড়ি থেকে নেমে হেলিকপ্টারের দিকে এগিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী৷ তিনি সিঁড়ি ধরে উপরে উঠছিলেন৷ ধীরে ধীরে ভিতরে প্রবেশ করেন৷ কিন্ত্ত আসনের সামনে পেঁৗছে হঠাৎ-ই তাঁর হাত ফস্কে যায়৷ তার পরেই তিনি আচমকাই পড়ে যান৷ মুখ্যমন্ত্রীর দেহরক্ষীরা ব্যস্ত হয়ে এগিয়ে যায় তাঁকে সাহায্য করার জন্য৷ এরপর নীচু হয়ে মমতাকে উঠতে সাহায্য করে তারা৷

মাস দেড়েক আগে নিজের বাড়িতে মাথায় চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ গত ১৪ মার্চ সেই ঘটনার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়, সেলাইও হয় ক্ষতস্থানে৷ শেষবার মাথায় আঘাত লাগার কয়েক সপ্তাহের মধ্যেই মাথায় লিউকোপ্লাস্ট নিয়ে ভোটের প্রচারে নেমে পড়েছিলেন মুখ্যমন্ত্রী৷ গরমের মধ্যেই ঘুরে ঘুরে প্রচার সভা চালিয়ে যাচ্ছিলেন মমতা বন্দোপাধ্যায়৷ শনিবারও মমতা যে দুটি সভা করবেন, তা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল তৃণমূলের তরফে৷ একটি কুলটি ও অন্যটি আসানসোলে৷ দুটি সভাই ছিল আসানসোলের কৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হার সমর্থনে৷ দুর্গাপুর থেকে কুলটির সভায় যোগ দিতেই দুর্গাপুর থেকে কপ্টারে রওনা হচ্ছিলেন তিনি৷

তবে পড়ে যাওয়া সত্ত্বেও তিনি নিজের সভা বাতিল করেননি৷ কপ্টার রওনা হয় কুলটির উদ্দেশ্যে৷ যথাসময়েই সেখানে পেঁৗছে যান মুখ্যমন্ত্রী৷