সততার বিজ্ঞাপন করতে হচ্ছে দেবকেও

Written by SNS April 6, 2024 2:38 pm

নিজস্ব সংবাদদাতা, ডেবরা, ৫ এপ্রিল– ঘাটালের রাজনীতির পিচ যে এবার কঠিন তা মালুম হচ্ছে দেবের কথায়, প্রচারে৷ সাংসদ ৩০ শতাংশ কমিশন খান, এই প্রচার করে ইতিমধ্যেই ঘাটালের নির্বাচনী বাজার গরম করে দিয়েছেন বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়৷ রাজনৈতিক বিরোধী দলের এই প্রচার যে দেবকে অস্বস্তিতে ফেলেছে তা মালুম হল ষাঁড়পুর লোয়াদা ও গোলগ্রাম অঞ্চলে নির্বাচনী পথসভায়৷

শুক্রবার ত্রিলোচনপুর থেকে শুরু হয় দেবের রোড শো৷ লোয়াদায় দেব বলেন, আমি চেষ্টা করেছি মানুষকে ভালো রাখার, সুখে রাখার, শান্তিতে রাখার৷ হয়তো প্রতিদিন আসতে পারিনি৷ কিন্ত্ত যতটুকু করেছি সৎ ভাবে কাজ করার চেষ্টা করেছি৷ আর দেবের মুখে এই কথাই রাজনৈতিক মহলে প্রশ্ন তুলে দিয়েছে৷ 2014 বা 2019 কোনবারই দেবকে মানুষের সামনে দাঁডি়য়ে এই ধরনের কথা বলতে হয়নি৷ বিরোধী প্রার্থী হিরনের তোলা অভিযোগ জনমানসে তার ছবি খারাপ করতে পারে এবং একই সঙ্গে ভোটের বাক্সে প্রভাব ফেলতে পারে, এটা বুঝেই দেব কে সততার প্রশ্নে মানুষের সামনে মুখ খুলতে হচ্ছে৷

শুধু হাসিতে যে ২০২৪ এ চিডে় ভিজবে না অভিনেতা হিসেবে মানুষের পাল্স ধরতে দক্ষ দেব, পথ সভায় দাঁডি়য়ে মানুষের মুখ দেখে সে কথা ভালোই বুঝতে পারছেন৷ তাই দেব বলেন, ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য যদি দশ জন্ম নিতে হয় তাহলে দশ জন্মই নেব৷ ২০১৪ সালে বলেছিলাম যদি সংসদে যাই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলবো৷ বলেওছি এবং বাংলাতেই বলেছি৷ সংসদে শেষবারের জন্য বক্তৃতা দিতে গিয়েও বলেছি, ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে কংগ্রেস সিপিএম তৃণমূল বিজেপি করবেন না৷ এটা ঘাটালের মানুষের বাঁচার লড়াই৷ রাজনীতির রং লাগিয়ে এই কাজ বন্ধ করবেন না৷ রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা দিতে রাজি হওয়ায় মুখ্যমন্ত্রী এবং অভিষেকবাবুর কথায় ফের ঘাটালে দাঁড়াতে রাজি হই৷
সাধারণ মানুষের উদ্দেশ্যে দেবের বার্তা, যাকে খুশি তাকে ভোট দিন৷ কিন্ত্ত উপস্থিত ছিলেন শীতের মাথায় রাখবেন কারা আপনাকে শান্তিতে রাখবে, সুখে রাখবে৷ এই চড়া রোদ মাথায় নিয়ে আপনারা এসেছেন৷ এই সময় নেতাদের কষ্ট পাওয়ার কথা৷ আপনাদের নয়৷

ঘাটাল সাংগঠনিক জেলা কমিটির সদস্য বিবেক মুখোপাধ্যায় বলেন, পঞ্চায়েত ভোটে আমরা প্রায় ৩২ হাজার ভোটে ডেবরায় এগিয়ে আছি৷ আমরা দেবকে অন্তত কুডি় হাজার ভোটের লিড দেবো৷ এটা নিশ্চিত 2019 সালের পুনরাবৃত্তি এবারে হবে না৷ ২০১৯ সালে ঘাটাল লোকসভায় একমাত্র ডেবরা বিধানসভা এলাকাতেই দেব হেরে গিয়েছিলেন৷ রোড শোয় উপস্থিত ছিলেন সীতেশ ধাড়া৷