• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রেমাল নিয়ে মাথা ব্যথা নেই, সরকার ব্যস্ত ভোট নিয়ে : অধীর

কুশলকুমার বাগচী, বহরমপুর, ২৯ মে— রেমাল আসার বহু আগে সংকেত পাওয়া গেলেও, তা নিয়ে মাথা ব্যথা নেই রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর৷ সরকার এবং মুখ্যমন্ত্রী ব্যস্ত ভোট নিয়ে৷ তাই বাংলার মানুষ রাজ্য সরকারের উপরে নয়, নিজেদের হাত এবং পায়ের উপর ভরসা করে৷ মঙ্গলবার মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন

কুশলকুমার বাগচী, বহরমপুর, ২৯ মে— রেমাল আসার বহু আগে সংকেত পাওয়া গেলেও, তা নিয়ে মাথা ব্যথা নেই রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর৷ সরকার এবং মুখ্যমন্ত্রী ব্যস্ত ভোট নিয়ে৷ তাই বাংলার মানুষ রাজ্য সরকারের উপরে নয়, নিজেদের হাত এবং পায়ের উপর ভরসা করে৷ মঙ্গলবার মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী৷

রেমালের পরে বহু জায়গায় প্রয়োজনীয় ওষুধ না পাওয়ার অভিযোগ করছেন মানুষ৷ সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে অধীর চৌধুরী বলেন, ‘রেমাল এসেছে রেমালের মতো৷ মানুষ তাদের মতো করে নিজেদের বাঁচানোর চেষ্টা করেছে৷ সরকারি কোনো প্রচেষ্টা ছিল কি? যেদিন ঝড় হয়, তার অনেক আগে থেকে ঝডে়র সংকেত পাওয়া গিয়েছে৷ বার বার করে বিভিন্ন মিডিয়াতে আলোচনা হয়েছে৷ কিন্ত্ত পশ্চিমবঙ্গ সরকার তো ভোট নিয়ে ব্যস্ত৷ দিদি ভোট নিয়ে আর ভাষণ দিতে ব্যস্ত৷ রেমালে কে মরলো, কে বাঁচল, কে খেতে পেল, কে পেল না, ওষুধ পাওয়া গেল কিনা, তা নিয়ে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই৷ তার উদাসীনতা সারা বাংলার মানুষ জানে৷

Advertisement

মমতাকে সব সময় পাবেন, কিন্ত্ত বিপদের সময় পাবেন না৷ দিদিকে আমাদের সব সময় পাওয়া যাবে৷ কিন্ত্ত আপদে-বিপদে দিদিকে পাওয়া যাবে না৷ তখন দিদি অনুপস্থিত৷ তাই স্বাভাবিকভাবে মানুষ তার নিজের হাত এবং পায়ের উপর ভরসা করে৷ বাংলার মানুষকে আল্লা আর ভগবানের উপরে, তাদের দয়াতে দিদিমনি ছেডে় দিয়েছে৷’

Advertisement

Advertisement