অভিষেকের রোড শো ঘিরে দিনহাটার সিতাইয়ে মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা

Written by SNS April 14, 2024 5:08 pm

সুভাষ মন্ডল, কোচবিহার, ১৩ এপ্রিল— আচ্ছে দিনের কথা বলেছেন প্রধানমন্ত্রী৷ সাধারণ মানুষের আচ্ছে দিন আসেনি৷ আচ্ছে দিন এসেছে মোদি-অমিত শাহদের৷ শনিবার দিনহাটা মহকুমার সিতাই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এক বিরাট রোড শো এরপর বিডিও অফিস প্রাঙ্গণে তার ভাষণে একথা বলেন৷ এদিনের রোড শোতে তৃণমূল কংগ্রেস দলের কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী ও সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও দিনহাটার বিধায়ক উদয়ন গুহ দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, মোদি সরকার কথা দিয়ে কথা রাখে না৷ দিদি কথা দিলে কথা রাখে৷ রাজ্যের ২ কোটি ১২ লক্ষ মহিলাকে লক্ষ্মী ভান্ডারের টাকা দিচ্ছেন৷ তারা এক হাজার টাকা করে পাচ্ছেন৷ আবার তপ:শীল জাতি, উপজাতিরা পাচ্ছেন ১২০০ টাকা করে৷ এর জন্য বছরে রাজ্য সরকারের ২৫ হাজার কোটি টাকা খরচ হচ্ছে৷ তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড বলেন, এখানেই শেষ নয়৷ রাজ্য সরকার মানুষের জন্য একাধিক সামাজিক প্রকল্পের মাধ্যমে সুবিধা প্রদান করছেন৷ এরমধ্যে রয়েছে কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্য সাথী, সবুজ সাথী, কৃষক বন্ধু, মেধাশ্রী, সমব্যথী প্রভৃতি৷ প্রসঙ্গক্রমে তিনি বলেন কেন্দ্রীয় সরকার রাজ্যের মানুষের ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা আটকে রেখেছে৷ যে অর্থ বিজেপি সরকারের দেওয়ার কথা সেই অর্থ দিয়েছে রাজ্য সরকার৷ এটা সম্ভব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই৷ কারণ তিনি যা বলেন তা করেন৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের জন্য ভাবেন এবং করেন৷
তৃণমূল সাংসদ ও দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তারা ধর্ম মানেন৷ কারণ ধর্ম হচ্ছে যার যার ব্যক্তিগত বিষয়৷ আর এই ধর্ম নিয়েই মোদি, অমিত শাহরা রাজনীতি করছে৷ নির্বাচন ধর্মের নামে নয়, কর্মের নামে হওয়ার কথা৷ অথচ বিজেপি ধর্ম নিয়ে খেলছে৷ ধর্মকে সামনে রেখে ওরা রাজনীতি করছে৷ নোট বন্দির প্রসঙ্গ টেনে এনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, নোট বন্দির সময় কালো টাকা উদ্ধারের লক্ষ্যে মোদি সরকার নোট বন্দি করেছিল৷ এই নোট বন্দির সময় সাধন মানুষের হয়রানি চরমে ওঠে৷ তার অভিযোগ, ১৬০ জন মানুষের মৃতু্য ঘটেছে এই নোট বন্দির ফলে৷ অথচ আজও কালো টাকা ধ্বংস হয়নি৷ মানুষের শুধু হয়রানি হয়েছে, কালো টাকা উদ্ধার হয়নি৷
কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে নিশানা করে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, পাঁচ বছর আগে লোকসভার ভোটে তাকে শেষবার দেখা গিয়েছিল৷ তারপর থেকে কোচবিহারের মানুষ আর তার দেখা পায়নি৷ তৃণমূল কংগ্রেস দলের কর্মীরা মানুষের আপদে বিপদে সর্বদা পাশে থাকেন৷ তিনি যখন দিনহাটা থেকে নবজোয়ার যাত্রা শুরু করেছিলেন তখন মানুষের ব্যাপক সাড়া পেয়েছিলেন৷ মানুষ তাদের পাশেই আছেন এটা তিনি বুঝেছেন৷ তাই তৃণমূল কংগ্রেস‌ও মানুষের পাশে থাকবেন৷ এদিন হেলিকপ্টারে সিতাই স্টেডিয়ামের মাঠে নামেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ হুটখোলা গাডি়তে উঠে রোড শো করেন৷ দলের নেতাকর্মীয় সমর্থকরা এই রোড শোতে অংশ নেন৷ হুটখোলা গাডি়তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তার বক্তব্যে বলেন দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আলিপুরদুয়ারে সোনার দোকানের ডাকাতির সাথে যুক্ত৷ পাঁচ বছরে তাকে দেখা পাননি কোচবিহারের মানুষ, সিতাইয়ের মানুষ৷ তাই নিশীথ প্রামাণিককে একটি ভোট না দেওয়ার জন্য মানুষের কাছে আবেদন রাখেন৷ তিনি বলেন ডাকাতের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে একজন মাস্টারমশাই৷ আপদমস্তক যিনি একজন ভদ্রলোক৷ এই মাস্টার মশাইকে আপনারা বিপুলসংখ্যক ভোট দিয়ে জয়ী করুন৷ রোড শো এর মধ্যমণি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া, রাস্তার দুই ধারে দাঁডি়য়ে থাকা উৎসুক জনগণের কাছে হাতজোড় করে ভোট প্রার্থনা করেন৷ শনিবার বিকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই রোড শোকে ঘিরে সিতাই ও আশপাশ এলাকার মানুষের মধ্যে ব্যাপক সাড়া পডে়৷ দলে দলে মানুষ রোড শো দেখতে রাস্তার দু’ধারে ভিড় করে৷