• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

দোলাচলে বিরোধী দলনেতা

অাঁকড়ে থাকুন গণনাকেন্দ্র, কর্মীদের বার্তা সব দলের নিজস্ব প্রতিনিধি– গত শনিবারই বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালিতে শাসকদল তৃণমূলের ভোট-হিংসা নিয়ে গলা চডি়য়েছিলেন বসিরহাট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ সারারাত ‘চটি পরা’ পুলিশ এলাকায় ঘুরেছে বলে দাবি করেছিলেন তিনি৷ অভিযোগ তুলেছিলেন, শেষ দফায় সন্দেশখালি জিততে ‘শেষ চেষ্টা’ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ শেষ দফা নির্বাচন হয়ে যাওয়ার পরে গোটা

অাঁকড়ে থাকুন গণনাকেন্দ্র, কর্মীদের বার্তা সব দলের

নিজস্ব প্রতিনিধি– গত শনিবারই বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালিতে শাসকদল তৃণমূলের ভোট-হিংসা নিয়ে গলা চডি়য়েছিলেন বসিরহাট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ সারারাত ‘চটি পরা’ পুলিশ এলাকায় ঘুরেছে বলে দাবি করেছিলেন তিনি৷ অভিযোগ তুলেছিলেন, শেষ দফায় সন্দেশখালি জিততে ‘শেষ চেষ্টা’ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ শেষ দফা নির্বাচন হয়ে যাওয়ার পরে গোটা রাজ্য তথা দেশের চোখ যখন এক্সিট পোলের দিকে, তখন, রবিবার সকালে শুভেন্দু অধিকারী ফের টুইট করে উস্কে দিলেন ভোট-হিংসা প্রসঙ্গ৷ দাবি করলেন, পুলিশি সন্ত্রাসের৷ শুভেন্দু তাঁর এক্স হ্যান্ডেল থেকে অভিযোগ করেছেন ‘আমি একটি বিশ্বাসযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি যে, শ্রী অবভারু রবীন্দ্রনাথ (আইপিএস), ডিআইজি (নিরাপত্তা), ডিরেক্টরেট অফ সিকিউরিটি, গত শনিবার কলকাতা অফিসে বৈঠক করে নির্দেশ দেন, যে একজন করে অফিসার এবং দু’জন করে কনস্টেবল সিভিল ড্রেসে প্রতিটি গণনা কেন্দ্রে উপস্থিত থাকবেন৷ ‘এর পরে শুভেন্দু আরও সরাসরি অভিযোগ তুলে লেখেন, ‘মিস্টার রবীন্দ্রনাথ, আমি জানি আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে আছেন এবং তাঁর নির্দেশেই গত শনিবার সন্দেশখালিতে উপস্থিত ছিলেন ভোট প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে৷ ‘এর পাশাপাশিই শুভেন্দু উল্লেখ করেন, ‘ভারতের নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে, রাজ্য পুলিশ গণনা কেন্দ্রগুলিতে এমনটা হতে পারে না৷ সেখানকার কর্ডনিং সিস্টেম মান্য করা উচিত৷ ‘বিরোধী দলনেতার কথায়, ‘ভোট গণনা প্রক্রিয়া ব্যাহত করতেও তৃণমূল বহু দূর যেতে পারে, তাই সতর্ক থাকতে হবে এবং গণনা কেন্দ্রের সমস্ত প্রোটোকল নিশ্চিত করতে হবে৷ ‘

উল্লেখ্য, লোকসভা ভোটের আগেই শুক্রবার রাত থেকে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি৷ সেখানকার মহিলাদের একাংশের তরফে অভিযোগ ওঠে, রাতে ঘরে ঘরে গিয়ে ভোটারদের ভয় দেখিয়েছে পুলিশ, সিভিক ভলান্টিয়াররা৷ তৃণমূলের হয়ে তারা কাজ করছে বলেও দাবি করা হয়৷ এই প্রসঙ্গেও এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী সরব হয়েছিলেন৷ দাবি করেছিলেন সন্দেশখালির স্থানীয় মহিলাদের অভিযোগ, রাতের অন্ধকার মুখে কালো কাপড় বেঁধে তৃণমূলের গুন্ডাবাহিনী হামলা চালিয়েছে৷ ঘরে ঢুকে কয়েকজনকে মারধরও করা হয়েছে৷ যারা এই কাজ করেছেন তারা পুলিশই নন বলে দাবি৷ ছদ্মবেশে তৃণমূল এই কাজ করিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে৷ এর পরে ভোট মিটতেই রবিবার ফের এক্স হ্যান্ডেলে নতুন দাবি করলেন শুভেন্দু৷ এবার তাঁর অভিযোগের তির সরাসরি দায়িত্বপ্রাপ্ত আইপিএস অফিসারের দিকে৷ যদিও, শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে এই দাবি করার পরে শাসকদলের এক নেতার বক্তব্য, ‘পাগলে কী না বলে, ছাগলে কী না খায়৷ এই অভিযোগের কোনও ভিত্তি নেই৷ গো-হারা হারবেন জেনেই এই সমস্ত মন্তব্য করে রাখছেন বিরোধী দলনেতা৷ ‘