বেআইনি নির্মাণ নিয়ে পুলিশ ও পুরসভা বিবাদ পৌঁছল হাইকোর্টে

Written by SNS March 23, 2024 2:20 pm

নিজস্ব প্রতিনিধি– শুক্রবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রাজ্যের দুই বিভাগের কোন্দল প্রকাশ্যে এলো৷ একটি বেআইনি নির্মাণকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টের ভরা এজলাসে বিবাদে জড়াল পুরসভা এবং কলকাতা পুলিশের কর্মীদের একাংশ৷ বেআইনি নির্মাণ ভাঙতে পুরসভাকে অসহযোগিতার অভিযোগে নারকেলডাঙ্গা থানার ওসিকে সশরীরে এজলাসে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা৷ শুক্রবার সকাল সাডে় দশটা নাগাদ ওসির হাজিরা দেওয়ার কথা ছিল৷ অভিযোগ, বিচারপতি গত বৃহস্পতিবার ওসিকে হাজিরা দেওয়ার নির্দেশের পরই পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়রকে থানায় ডেকে ওসি নাকি শাসিয়ে ছিলেন? এদিন এই মামলার শুনানি পর্বে এই অভিযোগকে ঘিরে বিচারপতির উপস্থিতিতে এজলাসে বচসায় জডি়য়ে পডে় কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশের কর্মীদের একাংশ৷ রাজ্যের আইনজীবী সংশ্লিষ্ট থানার ওসির হয়ে বলেন,‘ওই বেআইনি নির্মাণটি আগেই খালি করে দেওয়া হয়েছে৷ নির্মাণের ভেতরের অংশ ভাঙার কাজ করা হয়েছে গত জানুয়ারি মাসে৷ তাও দুর্ভাগ্যজনকভাবে পুরসভা পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করছে৷’

পুরসভার আইনজীবী পাল্টা দাবি করে বলেন,‘পুলিশ নিজেই হাইকোর্টে রিপোর্ট দিয়ে জানিয়েছে এই কাজ করতে থানা সক্ষম নয়৷ শুধু তাই নয় আদালত ওসিকে হাজিরার নির্দেশ দেওয়ার পরই পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে থানায় ডেকে পাঠানো হয়েছিল৷’এরপরই বিচারপতি ওই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়রকে ডেকে পাঠান৷ বিচারপতি তাঁর কাছে জানতে চান,‘আপনাকে কি থানায় ডেকে শাসানো হয়েছে?’ উত্তরে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র বলেন,‘আমাকে থানায় ডেকে বলা হয়েছে রমজান মাস চলছে এবং ভোট এসে গেছে তাই ওই বাডি় ভাঙতে ফোর্স দেওয়া যাবে না৷’ বিচারপতি তখন বলেন,‘আপনাকে কি লিখিতভাবে কিছু জানানো হয়েছে?’ ওই ইঞ্জিনিয়ার তখন বলেন,‘শুধু মৌখিকভাবে বলা হয়েছে৷’এরপরই এজলাসে পুলিশ এবং পুরসভার কর্মীদের একাংশ বচসায় জডি়য়ে পডে়ন৷ আদালত সূত্রে প্রকাশ, কলকাতা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে নারকেল ডাঙা থানা এলাকার ৩ডি/এইচ/৭ এম এন চ্যাটার্জি সরনিতে কোনও অনুমোদন ছাড়াই তৈরি হয়েছে আস্ত একটি ছয় তলা বিল্ডিং৷ রাতারাতি ওই নির্মাণে বসতিও গডে় উঠেছে৷

বিষয়টি নজরে আসার পর ওই বিল্ডিং ভাঙার কাজ শুরু করতে আইন অনুযায়ী পদক্ষেপ করে পুরসভা৷ অভিযোগ, চেষ্টা করলেও ওই বিল্ডিংটি খালি করা যায়নি৷ এরপরই কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা৷ সেই মামলায় নারকেলডাঙা থানার পুলিশকে অবিলম্বে ওই বিল্ডিংটিকে খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা৷ শুক্রবার এই মামলার শুনানিতে পুরসভার তরফে জানানো হয়, -‘পুলিশ কোনওরকম সাহায্য করছে না তাই ওই বেআইনি নির্মাণটির বিরুদ্ধে পদক্ষেপ করা যাচ্ছে না’৷ ওই মামলাতেই এদিন ওসিকে তলব করেন বিচারপতি৷ তারপর এজলাসে পুলিশের বক্তব্য রাখার পর পুরসভার আইনজীবী সংশ্লিষ্ট থানার পুলিশের গত চব্বিশ ঘন্টার ঘটনা প্রবাহ তুলে ধরলে বিবাদের সুত্রপাত ঘটে৷