নিজস্ব প্রতিনিধি, ৫ আগস্ট: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন। এর পরিপ্রেক্ষিতে ভারত বাংলাদেশ সীমান্তের পাশাপাশি রাজ্য জুড়ে শান্তি শৃঙ্খলার পরিস্থিতি বজায় রাখার পাশাপাশি উত্তেজনা না ছড়ানোর জন্য আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, কেন্দ্র সরকার যা সিদ্ধান্ত নেবে, তা মেনেই চলতে হবে। আভ্যন্তরীণ নিরাপত্তার প্রসঙ্গে তাঁর মন্তব্য, দুই রাষ্ট্রের বিষয়।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদত্যাগের পরিপ্রেক্ষিতে এই রাজ্যে শান্তি বজায় রাখার আহ্বান এবং তা কঠোরভাবে পালনের জন্য পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ও এই বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানিয়েছেন। বিধানসভার অধিবেশনে শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এই মন্তব্য করেছেন তিনি। তাঁর প্রথম প্রতিক্রিয়ায় বলেন, এ নিয়ে কেউ যেন কোনও উত্তেজনা না ছড়ায়। ভারত সরকার যা নির্দেশ দেবে, তা মেনেই চলবে এই রাজ্যের সরকার। বললেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভায়।
Advertisement
Advertisement
Advertisement



