• facebook
  • twitter
Tuesday, 17 September, 2024

বনধ ঘিরে কল্যাণীতে উত্তেজনা, টায়ার জ্বালিয়ে অবরোধ

বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় ওই বিজেপি কর্মী-সমর্থকদের

‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর ডাকা নবান্ন অভিযানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বঙ্গ বিজেপি বুধবার রাজ্য জুড়ে ১২ ঘন্টার বনধের ডাক দেয়৷ এদিন সেই বনধকে কেন্দ্র করেই নদিয়া জেলার কল্যাণীতে উত্তেজনা ছড়ায়৷ জানা গিয়েছে, কল্যাণী স্টেশনের কাছে ৪২ নম্বর রেলগেট সংলগ্ন লাইনে এদিন অবরোধ শুরু করেন বিজেপি কর্মীরা৷ অভিযোগ, জোর করে লাইনে দাঁডি়য়ে অবরোধ করছিলেন তাঁরা৷ বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় ওই বিজেপি কর্মী-সমর্থকদের৷

ঘটনার জেরে দীর্ঘ ২৫ মিনিট ধরে রেল অবরোধ চলে৷ আপ হাজারদুয়ারি এক্সপ্রেস অবরোধের জেরে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ৷ ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা৷ প্রায় আধ ঘন্টা পর অনেক চেষ্টায় পুলিশ অবরোধকারীদের হটিয়ে দিতে সক্ষম হয়৷ অন্যদিকে, কল্যাণীর এইমস সংলগ্ন রাজ্য সড়কের গয়েশপুর চেক পোস্ট মোডে়ও অবরোধ করেন বিজেপি কর্মীরা৷ রেললাইনের উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয় ৪১ নম্বর রেলগেট৷