• facebook
  • twitter
Saturday, 13 December, 2025

কয়লা পাচার মামলায় সুপ্রিম তোপে ইডি

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম ইডির কয়লা পাচার মামলায় তলবের বিষয়ে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডি। গত ২০২২ সালের ১৭ মে বলা হয়েছিল কোনও কোঅ্যার্সিভ অ্যাকশন নেওয়া যাবে না আবেদনকারীর বিরুদ্ধে। কিন্তু তার মানে তো এই নয় যে তদন্ত এবং তলবও করা যাবে না। তদন্ত কতদূর এগিয়েছে? জানতে চান

ফাইল চিত্র

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম ইডির কয়লা পাচার মামলায় তলবের বিষয়ে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডি। গত ২০২২ সালের ১৭ মে বলা হয়েছিল কোনও কোঅ্যার্সিভ অ্যাকশন নেওয়া যাবে না আবেদনকারীর বিরুদ্ধে।

কিন্তু তার মানে তো এই নয় যে তদন্ত এবং তলবও করা যাবে না। তদন্ত কতদূর এগিয়েছে? জানতে চান বিচারপতি বেলা এম ত্রিবেদী। এর প্রতুত্তরে ইডির আইনজীবী জানান, -‘আগামী শুনানিতে সমস্ত তথ্য তাঁরা দেবেন কোর্টকে’।

Advertisement

প্রসঙ্গত, ২০২২ সালের ১৭ মে সুপ্রিম কোর্টের আদেশ ছিল, কয়লা মামলায় কোনও কোঅ্যার্সিভ অ্যাকশন নেওয়া যাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং তাঁকে দিল্লির বদলে কলকাতায় ডেকে জিজ্ঞাসাবাদ করতে হবে।

Advertisement

এদিন অভিষেকের আইনজীবী কপিল সিব্বল অসুস্থতার জন্য অনুপস্থিত থাকায়, তাঁদের তরফে বাড়তি সময় চাওয়া হয়। একই সঙ্গে তাঁদের তরফে জানানো হয়, ১৭ মে-র পর ফের তলবই করা হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাঁরা জানান, তদন্তে সবরকম সহযোগিতা করা হয়েছে তাঁর মক্কেলের তরফে। এই মামলার পরবর্তী শুনানি ৩১ জুলাই।

Advertisement