• facebook
  • twitter
Friday, 13 September, 2024

রাহুলকে মিসিং সাংসদ বলে খোঁচা স্মৃতির

 আমেথির এক জনসভায় দাঁড়িয়ে রাহুল গান্ধিকে অনুপস্থিত সাংসদ বলে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি

স্মৃতি ইরানি (File Photo: IANS)

আমেথির এক জনসভায় দাঁড়িয়ে রাহুল গান্ধিকে অনুপস্থিত সাংসদ বলে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।স্মৃতি আমেথির জনতার উদ্দেশ্যে বার্তা দেন,এরকম সাংসদকে যত তাড়াতাড়ি পরেন বিদায় করুন এবং বিজেপিকে ভােট দিন।রাজ্যের উন্নয়ন সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, রাহুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদিকে বারবার চোর বলে সম্বােধন করছেন।কিন্তু মােদিজি আমেথির উন্নয়নের ব্যাপারে কোনাে উদাসীনতা দেখাননি।নাম না করে রাহুলকে কটাক্ষ করে তার বক্তব্য,অনুপস্থিত সাংসদরা পাঁচ বছরে মাত্র একবার আসেন।তাও শুধুমাত্র মনােনয়ন পেশ করতে।এই অবস্থায় আমার আশা যে আপনারা এমন কাউকে নিশ্চয়ই ক্ষমতায় আনতে চাইবেন না।স্মৃতি আরাে বলেন,আমি এখানে মােদিজির একটা বার্তা নিয়ে এসেছি।তিনি আপনাদের উদ্দেশ্যে বলতে চেয়েছেন যে,আপনারা সকলে বিজেপিকে আরও শক্তিশালী করে তুলুন।আবারও মােদিজির সরকারকে ক্ষমতায় এনে ১৩ টাকা কেজি চিনির লাভ তুলুন।মােদিজি মহিলাদের সমস্যা বােঝেন।তাই রাজ্যে ২লক্ষ শৌচালয়ের ব্যবস্থা করেছেন।