• facebook
  • twitter
Friday, 5 December, 2025

হিরণকে ক্ষোভের কথা জানাল শান্তিনগর

খড়গপুর শহর রেল এলাকার ১৫ নং ওয়ার্ডের পরিস্থিতি দেখতে মঙ্গলবার শান্তিনগরে যান বিধায়ক হিরণ। তিনি এলাকার মানুষের সঙ্গে কথা বলেন।

বিধায়ক হিরণ চ্যাটার্জী (Photo: Facebook @HiraanC)

খড়গপুর শহর রেল এলাকার ১৫ নং ওয়ার্ডের পরিস্থিতি দেখতে মঙ্গলবার শান্তিনগরে যান বিধায়ক হিরণ। তিনি এলাকার মানুষের সঙ্গে কথা বলেন। তাদের অভাব অভিযােগের কথা শােনেন। মানুষ তাদের ক্ষোভের কথা হিরণকে বলেন।

এই এলাকাতেই ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে মথুরাকাটী স্টেট হেলথ ইউনিট। বাসিন্দারা বলেন, এখানে চিকিৎসা হয়না বললেই চলে। এক্সরে মেশিনও বন্ধ হয়ে পড়ে আছে। হিরণ বলেন, ৭৫ বছরে খড়গপুরের কি উন্নয়ন হয়েছে তিনি চোখের সামনে দেখতে পাচ্ছেন।

Advertisement

সাত বছরে তৃণমূলের পুরসভা এলাকার উন্নয়নে নজর দেয়নি। বিধায়ক বলেন, তিন মাস হল তিনি বিধায়ক হয়েছেন। তিনি মানুষের সঙ্গে কথা বলে উন্নয়নের কাজ যতদূর সম্ভব করবেন।

Advertisement

Advertisement