নিজস্ব প্রতিনিধি: চারবার তলব করেও আসেননি, এবার ফের শেখ শাহাজাহানের ভাই সিরাজউদ্দিনকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আগামী সোমবার তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য,গত ৫ জানুয়ারি, সন্দেশখালির সরবেড়িয়ায় শেখ শাহজাহানের বাড়িতে যান ইডি আধিকারিকরা। সন্দেশখালির ‘ত্রাসে’র দুটি নম্বরে বার বার যোগাযোগ করার চেষ্টা করেন তদন্তকারীরা। তবে দীর্ঘক্ষণ দুটি নম্বরই ফোন ব্যস্ত থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। একটি নম্বরে ফোন ধরেন শাহজাহান।
Advertisement
তবে ইডির কথা শুনেই ফোন কেটে দেন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ফোন কেটে দেওয়ার পরই শাহজাহান অনুগামীরা ইডি আধিকারিকদের ঘিরে ধরেন। হামলার শিকার হন তাঁরা। সরকারি গাড়িতেও চলে ব্যাপক ভাঙচুর। এই ঘটনার পর মাছের ভেড়ি এবং জমি দখলের অভিযোগে শাহজাহানের বিরুদ্ধে সরব হন সন্দেশখালির মহিলারা। দফায় দফায় পথে নামেন তাঁরা।শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর থেকেই একের পর এক নাম সামনে আসে। শাহজাহানের এক ভাই আলমগিরকে গ্রেপ্তার করে সিবিআই। পরে আবার তাঁকে গ্রেপ্তার করে ইডিও।
Advertisement
এছাড়া শাহজাহান ‘ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত শিবু হাজরা এবং দিদার বক্সকেও গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে এখনও কোনও খোঁজ নেই শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের। তাঁকেই বার বার নোটিস পাঠাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
Advertisement



