আজ তীব্র তাপপ্রবাহ পাঁচ জেলায়, গরম বাড়বে গাঙ্গেয় বঙ্গে

Written by SNS April 3, 2024 1:34 pm

নিজস্ব প্রতিনিধি — বৈশাখ মাস আসতে এখনও ক’টা দিন বাকি রয়েছে৷ চৈত্রের শেষেই তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর৷ জানাল, আজ বুধবার থেকে তীব্র তাপপ্রবাহ চলবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে৷ আগামী শুক্রবার পর্যন্ত জেলাগুলিতে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে৷ সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি৷

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী পাঁচদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বাড়বে গরম৷ সঙ্গে থাকবে অস্বস্তিকর আবহাওয়া৷ তবে একই সঙ্গে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷

সাধারণত দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি বেশি হলে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়৷ আজ বুধবারের পর থেকে বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা পার করতে পারে চল্লিশ ডিগ্রি৷ বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে৷ এই সপ্তাহে কলকাতার তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাবে৷ জলীয় বাষ্প বেশি থাকায় গরমের সঙ্গে অস্বস্তিও বাড়বে৷ বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই৷ তাপপ্রবাহের আবহে জেলার বাসিন্দাদের সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে৷ নেহাত প্রয়োজন ছাড়া দুপুরবেলা বাড়ির বাইরে যেতে নিষেধ করেছেন আবহবিদরা৷

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে৷ এই জেলাগুলি হল বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা৷ বেশ কিছু এলাকায় লু বইবার সম্ভাবনা রয়েছে৷

তবে এর বিপরীতে উত্তরবঙ্গে চলবে বৃষ্টি৷ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা থাকছে৷ দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বজ্র বিদু্যৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে৷