বামেদের ‘তুরুপের তাস’ অভিনেতা নাসিরুদ্দিনের ভাইঝি সায়রা

Written by Subhash Pal March 17, 2024 3:09 pm

নিজস্ব প্রতিনিধি— শনিবার দুপুরেই চব্বিশের লোকসভা নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন৷ ভোটযুদ্ধের জন্য সেনা সাজাচ্ছে প্রত্যেক রাজনৈতিক দল৷ ঘাসফুল ও পদ্মফুলের লড়াইতে কি কোপ মারবে কাস্তে হাতুড়ি? ফিনিশ থেকে ফিনিক্স হওয়ার আশা জাগাচ্ছেন ‘কলকাতার বউ‘ তথা দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম৷

কে এই সায়রা শাহ হালিম? নামটি নিতান্তই নতুন৷ বৃহৎ মাপের রাজনৈতিক লড়াইয়ে তিনি নবীন৷ কিন্ত্ত তাঁর বাগ্মীতা অসাধারণ৷ সিপিএম-এর বহু পরিচিত মুখ ডাক্তার ফুয়াদ হালিমের স্ত্রী এই সুন্দরী সায়রা শাহ হালিম৷ তাঁর বাবা একজন মিলিটারি অফিসার৷ সম্পর্কে অভিনেতা নাসিরুদ্দিনের ভাইঝি হন তিনি৷ এখানেই শেষ নয়৷ তাঁর ব্যক্তিগত পরিচিতিও আছে৷ বিলেত থেকে সায়রা পড়াশোনা করেছেন, হিন্দি-ইংরাজি-বাংলায় তিন ভাষাতেই আছে ব্যাপক দক্ষতা৷ ভাষা ব্যবহারের দক্ষতা ও বুদ্ধিমত্তা দিয়েই টক্কর দিয়েছিলেন বাবুল সুপ্রিয়োকে৷ এক্ষেত্রে উল্লেখ্য, বালিগঞ্জ উপনির্বাচনে সর্বপ্রথম বামেদের হয়ে দাঁডি়য়েছিলেন তিনি৷

তবে তিনি নিজেকে পরিচয় দেন একজন ‘অ্যাক্টিভিস্ট‘ ও ‘কলকাতার বৌ‘ হিসেবে৷ সুতরাং রূপে, গুনে পরিপূর্ণতার পাশাপাশি তিনি একজন যোগ্য স্ত্রী তা বলার অপেক্ষা রাখে না৷ নিজের প্রফেশনাল দিক তুলে ধরে রাজনীতিকে সায়রা বলেছেন ‘বাইডিফল্ট‘৷ রাজনীতির প্রতি তীব্র টান থেকেই রাজনৈতিক লড়াইয়ের ময়দানে নেমেছেন সায়রা৷

সামনেই নির্বাচন৷ জনপ্রতিনিধিরা ব্যস্ত নিজের শ্রেষ্ঠত্ব তুলে ধরে অপরকে দুষতে৷ কিন্ত্ত সায়রা হাঁটলেন অন্য পথে৷ লোকসভা নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বি তৃণমূলের মালা রায়৷ সায়রা কোনোরকম নেতিবাচক মন্তব্য না করে বরং সম্মান প্রদর্শন করলেন মালা রায়ের প্রতি৷ পাশাপাশি মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি৷ রাজনীতি মানেই কাদা ছোড়াছুড়ি নয়, তা বুঝিয়ে দিলেন সায়রা৷ হাসি মুখে, গুরুজনের প্রতি সম্মান প্রদর্শন করেও যে রাজনৈতিক লড়াই লড়া যায় তার প্রমান দিলেন বাম নেত্রী৷

গত বৃহস্পতিবার আগাম নির্বাচনের জন্য ১৬ জনের প্রার্থী তালিকা প্রকাশ করে বামফ্রন্ট৷ যার মধ্যে ১৪ জনই নতুন, এমনটাই জানান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু৷ যার মধ্যে সায়রা কেড়েছেন গোটা বাংলার নজর৷ গত উপনির্বাচনে বালিগঞ্জ থেকে বাবুল সুপ্রিয়োর প্রতিদ্বন্দ্বি হিসেবে ছিলেন সায়রা৷ কিন্ত্ত তাঁর মাথায় আসেনি জয়ের মুকুট৷ তবে সিপিএমকে ভরাডুবি হওয়ার থেকে রক্ষা করেছিলেন৷ এবার লোকসভা নির্বাচনে কি কামব্যাক করতে পারবেন কলকাতার বধূ সায়রা? মালা রায়ের বিপরীতে কি রাজনৈতিক গুটি সাজাতে পারবেন এই নবীন? সে দিকেই তাকিয়ে গোটা বাংলা৷ তবে, বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে সায়রাকে ‘তুরুপের তাস‘ হিসেবেই দেখছে বামফ্রন্ট৷