নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর: শনিবার পশ্চিম মেদিনীপুরের মোহনপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ২১শে জুলাই-এর সমর্থনে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। ওই প্রস্তুতি সভায় মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ জুন মালিয়াকে সংবর্ধনা জানানো হয়। ২১ শে জুলাই-এর প্রস্তুতি সভাতে উপস্থিত ছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ জুন মালিয়া, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। ওই সভায় উপস্থিত হয়ে সাংসদ জুন মালিয়া বলেন, একুশে জুলাই মানে আবেগ, একুশে জুলাই মানে নতুন দিশা, একুশে জুলাই মানে নতুন দিনের সূচনা।
একুশে জুলাই কলকাতার ধর্মতলা শহীদ স্মরণ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি সর্বস্তরের মানুষকে একুশে জুলাই ধর্মতলার শহীদ স্মরণ সমাবেশে সামিল হওয়ার জন্য আহ্বান জানান। সেই সঙ্গে মোহনপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানোর জন্য তিনি মোহনপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব ও কর্মীদের কৃতজ্ঞতা জানান। এছাড়াও তিনি দলীয় নেতৃত্ব ও কর্মীদের এলাকার মানুষকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
Advertisement
Advertisement
Advertisement



