আজ আবার বাংলায় প্রধানমন্ত্রী

Written by SNS April 4, 2024 11:43 am

নিজস্ব প্রতিনিধি– ফের লোকসভা ভোটের আগে বাংলায় প্রধানমন্ত্রী৷ আরামবাগ, কৃষ্ণনগর, বারাসাত, শিলিগুডি়র সভার পর আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফের বাংলায় আসছেন নির্বাচনী প্রচারে৷ এবারের সফরে তাঁর সভা শুরু হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কেন্দ্র দিয়ে৷
বৃহস্পতিবার কোচবিহার থেকে বাংলায় লোকসভা ভোটের প্রচার শুরু করতে চলেছেন নরেন্দ্র মোদি৷ এটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কেন্দ্র৷ বিকেল সাডে় চারটেয় কোচবিহার শহরের রাসমেলা ময়দানে সভা করবেন নরেন্দ্র মোদি৷ জানা গিয়েছে, দিল্লি থেকে হাসিমারা এয়ারবেসে পৌঁছবেন প্রধানমন্ত্রী৷ সেখান থেকে আবহাওয়া ভাল থাকলে কপ্টারে কোচবিহার শহরে পৌঁছবেন তিনি৷ বিজেপি’র দলীয় সূত্রে জানা গিয়েছে, ভোটের আগে বাংলায় এই নিয়ে ৯ দিনে চারটি সভা করছেন প্রধানমন্ত্রী৷

প্রসঙ্গত, এর আগের সভাগুলি থেকেই প্রধানমন্ত্রী বিজেপি কর্মীদের এবারের লোকসভা নির্বাচনের লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছিলেন৷ সেসময় মোদি বঙ্গ বিজেপি শিবিরকে ৪২ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গিয়েছিলেন৷ যদিও বিজেপি এখনও পর্যন্ত ৪২টির আসনের সবগুলিতে প্রার্থীই দিতে পারেনি৷ বেশিরভাগ আসনে প্রার্থী ঘোষণা হলেও বেশ কিছু আসনে এখনও কোনও নাম খুঁজে পায়নি দল৷ কোথাও কোথাও দলেরই অন্দরে প্রার্থী বাছাই নিয়ে কোন্দলও শুরু হয়েছে৷

তবে বাংলার প্রথম দফার প্রার্থী তালিকায় যে ২০ জনের নাম ছিল তাতে নিশীথ প্রামাণিকও ছিলেন৷ জেলার লোকসভা আসনে প্রার্থী ঘোষণা হতেই, উল্টো সুর শোনা যায় বিজেপি সাংসদ অনন্ত মহারাজের গলায়৷