• facebook
  • twitter
Friday, 13 December, 2024

মোদী সরকার শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য কাজ করে : প্রিয়াঙ্কা

কংগ্রেসের পাশে থাকার জন্য ওয়েনাডবাসীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি মোদী সরকারকেও কড়া আক্রমণ করেন প্রিয়াঙ্কা গান্ধী।

রবিবার ওয়েনাডে ভোট প্রচার সারলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেসের পাশে থাকার জন্য ওয়েনাডবাসীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি মোদী সরকারকেও কড়া আক্রমণ করেন তিনি। রাহুল গান্ধী ওয়েনাডবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা সম্ভবত সেরা সাংসদ পেতে চলেছেন।

এক জনসভা থেকে প্রিয়াঙ্কা বলেন, কেবলমাত্র ওয়ানাডবাসী রাহুল গান্ধীকে বুঝেছে। যখনও আমার ভাইয়ের বিরুদ্ধে বিরাট চক্রান্ত করা হয়, সেই সময় আপনারাই বুঝেছিলেন ও সত্যের জন্য সঠিক পথে লড়াই করছে। প্রিয়াঙ্কার সঙ্গে প্রচারে নামেন রায়বেরিলির কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

প্রিয়াঙ্কা বলেন, ওয়েনাড মেডিক্যাল কলেজের পরিষেবা উন্নত করার জন্য রাহুল গান্ধী অনেক লড়াই করেছেন। পরিষেবা আরও উন্নত হওয়া দরকার। এই এলাকার যুবকদের কর্মসংস্থানের দিকেও নজর দেবেন বলে জানান সনিয়া-কন্যা। সংসদীয় ক্ষেত্রজুড়ে নতুন রাস্তা নির্মাণ করা হবে। মানুষ এবং প্রাণীদের দ্বন্দ্ব ঠেকাতেও প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

রাহুল গান্ধীর কাজের প্রশংসা করার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশণ তোলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক। তিনি বলেন, রাহুল গান্ধী পথ দেখিয়েছেন। আপনাদের সমস্যার কথা উনি পার্লামেন্টে বলেছেন। কিন্তু সমস্যা হল, এই সরকার মানুষের জন্য কাজ করছে না।

নরেন্দ্র মোদী সরকারকে উদ্দেশ্যে করে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, শুধু মাত্র ধনী ব্যবসায়ীদের জন্যই কাজ করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। উন্নত স্বাস্থ্যব্যবস্থা, উন্নত জীবনযাপন এবং কর্মসংস্থানে জোর দেওয়া ওনার মূল উদ্দেশ্য নয়। তাঁর একটাই উদ্দেশ্য, তা হল ক্ষমতায় থেকে যাওয়া। সেই কারণেই পরিকল্পনা করে মানুষে মানুষে বিভাজন করা হচ্ছে, ঘৃণা ছড়ানো হচ্ছে। জমি এবং বন্দর মানুষের থেকে ছিনিয়ে ব্যবসায়ীদের হাতে তুলে দিচ্ছেন তিনি।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে ওয়েনাড কেন্দ্র থেকে রাহুল গান্ধী ৪ লক্ষ ৩১ হাজার ৭৭০ ভোটে জয়ী হয়েছিলেন। ২০২৪ সালের নির্বাচনে অনেকটাই ব্যবধান কমে রাহুলের। ৩ লক্ষ ৬৪ ভোটে জয় পান তিনি। আগামী ১৩ নভেম্বর ঝাড়খণ্ডের প্রথম দফার বিধানসভা নির্বাচনের সঙ্গেই ওয়েনাড কেন্দ্রে উপনির্বাচন হবে। ফলঘোষণা আগামী ২৩ নভেম্বর। এই কেন্দ্রে প্রিয়াঙ্কা গান্ধীর মূল প্রতিদ্বন্দ্বী বিজেপির নব্যা হরিদাস, এলডিএফের প্রার্থী সিপিআই নেতা সত্যান মোকেরি।

ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই ওয়েনাড, কোঝিকোড় ও মালাপ্পুরম জেলায় জোরকদমে প্রচার শুরু করে দিয়েছেন কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। প্রিয়াঙ্কার নামে ব্যানার, পোস্টার, দেওয়ার লিখনে ছেয়ে গিয়েছে গোটা এলাকা। ২০১৯ সালে রাজনীতির ময়দানে নামে প্রিয়াঙ্কা গান্ধী। তারপর থেকে তাঁর রাজনৈতিক কেরিয়ারে একাধিক ওঠাপড়া লক্ষ্য করা গেলেও এর আগে কখনও ভোটে লড়েননি সনিয়া-কন্যা।