• facebook
  • twitter
Sunday, 3 November, 2024

দিল্লিতে কংগ্রেসের সঙ্গে জোট নয়, স্পষ্ট জানাল আপ

হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হারের পর ইন্ডিয়া জোটে জোরালো হচ্ছে বিরোধীদের সমালোচনা।শিবসেনার তরফে আরও বলা হয়, কংগ্রেস জানে কীভাবে জয়কে পরাজয়ের পথে নিয়ে যেতে হয়। জোটসঙ্গীদের সমালোচনার পাশাপাশি কংগ্রেসের দিক থেকে মুখ ফেরাল আমি আদমি পার্টি। হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পরই আপ সিদ্ধান্ত  নেয়,  দিল্লিতে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতায় যাবে না তারা। দলের মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কর বুধবার একথা জানিয়ে দেন।

Rahul Gandhi, in his inaugural speech in the Lok Sabha, talked about how it bothered him when opposition leaders are targeted, and he mentioned that Kejriwal continues to be in jail | PTI

হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হারের পর ইন্ডিয়া জোটে জোরালো হচ্ছে বিরোধীদের সমালোচনা। কংগ্রেসের কৌশল নিয়ে প্রশ্ন তুলছে জোটের বেশ কয়েকটি দল। কংগ্রেসকে নিশানা করেছে শিবসেনা। কংগ্রেসের উদ্দেশ্যে শিবসেনার পরামর্শ, হরিয়ানার ফলাফল থেকে শিক্ষা নিক কংগ্রেস। শিবসেনার তরফে আরও বলা হয়, কংগ্রেস জানে কীভাবে জয়কে পরাজয়ের পথে নিয়ে যেতে হয়। জোটসঙ্গীদের সমালোচনার পাশাপাশি কংগ্রেসের দিক থেকে মুখ ফেরাল আমি আদমি পার্টি। হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পরই আপ সিদ্ধান্ত  নেয়,  দিল্লিতে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতায় যাবে না তারা। দলের মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কর বুধবার একথা জানিয়ে দেন।

লোকসভা নির্বাচনের পর আত্মবিশ্বাস ফিরেছিল। কংগ্রেসের ওপর ভরসা জন্মেছিল শরিক দলগুলিরও। কিন্তু হরিয়ানার বিধানসভা নির্বাচনের ফলের পর কংগ্রেসের কৌশল নিয়ে সন্দেহ জাগছে শরিকদলগুলির। উদ্ধব ঠাকরে, কেজরিওয়াল মুখ খুলতে শুরু করেছেন। ন্যাশনাল কনফারেন্স-এর নেতা ওমর আবদুল্লাও বলেছেন, ‘কংগ্রেস এই ফলাফলে নিশ্চই হতাশ। হরিয়ানার ফলাফলে সত্যিই স্তম্ভিত। আমি নিশ্চিত, কংগ্রেস ভুল-ত্রুটি পর্যালোচনা করবে।’ 

হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটে লড়তে চেয়েছিল আম আদমি পার্টি। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে কংগ্রেস। ভোটের ফলাফলে কংগ্রেসের পরাজয়ের পর সেই ভরসায় চিড় ধরল। এবার পাল্টা আমি আদমি পার্টিও জানিয়ে দিল কংগ্রেসের সঙ্গে জোটের পথে যাবে না তারা।

বুধবার আম আদমি পার্টির মুখপাত্র প্রিয়ঙ্কা কক্কর বলেন, ‘দিল্লিতে আপ কংগ্রেসের সঙ্গে কোনও জোট বাঁধবে না। লোকসভা নির্বাচনে দিল্লি ও উত্তর প্রদেশে কংগ্রেসকে অতিরিক্ত সিট দেওয়ার পরও হরিয়ানায় সমাজবাদী পার্টি বা আম আদমি পার্টিকে কোনও সুবিধা দেয়নি কংগ্রেস। ওদের  আত্মবিশ্বাসই ওদের হারের কারণ।’

শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছেন, ‘কংগ্রেসকে রণকৌশল নিয়ে ভাবতে হবে। বিজেপির সঙ্গে লড়াইয়ে কংগ্রেস দুর্বল হয়ে পড়ে। কেন এমন হয় ?’ শিবসেনার মুখপত্র ‘সামনা’য় লিখেছে, ‘হরিয়ানায় কংগ্রেস জোট করেনি, যে কারণে তাকে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে।’ শিবসেনা আরও বলেছে, হরিয়ানায় কংগ্রেসের পরাজয় অতিরিক্ত আস্থা ও রাজ্য নেতৃত্বের অহংকার।’

দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীশ শিশোদিয়াও কংগ্রেসকে নিশানা করে বলেন, ‘হরিয়ানার মানুষ বিজেপিকে হারাতে চেয়েছিল। কিন্তু কংগ্রেসের  মধ্যে ঐক্যের অভাব ছিল। কৌশলের অভাব ছিল। কংগ্রেসকে আত্মদর্শন করতে হবে। `