আগের বারে ছিলেন মহাজোটে। এবার এনডিএ-তে। বিহার বিধানসভা নির্বাচনে জেডিইউ ও বিজেপি’র মাধ্যে আসন সমঝোতা চুড়ান্ত হয়ে গেল।
মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানান, এবার বিহার বিধানসভা নির্বাচনে জনতা দল ইউনাইটেড (জেডিইউ) লড়বে ১২২ টি আসনে। বিজেপি লড়বে ১২১ টি আসনে। জেডিইউ- এর আসন থেকে ৭ টি আসন দেওয়া হবে এনডিএ শরিক হিন্দুস্তান আওয়াম মাের্চাকে|
Advertisement
অন্যদিকে বিকাশশীল ইনসান পার্টিকে বিজেপি তার কোটা থেকে আসন দেবে। যত দূর জানা যাচ্ছে বিকাশশীল পার্টি ৬ টি আসনে লড়তে চলেছে। এদিন নিতিশ কুমার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বিজেপি’র সঙ্গে থেকেই এবার বিহার বিধানসভা নির্বাচনে লড়ব। এর মধ্যে কোন সন্দেহ নেই।
Advertisement
অন্যদিকে, এনজেপি’কে নিশানা করে রাজ্যের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী বলেন, ফের নীতিশই হবেন মুখ্যমন্ত্রী। তিনি আমাদের নেতা। যদি রামবিলাস সুস্থ থাকতেন, তাহলে আসন সমঝোতা নিয়ে কোন সমস্যা হত না।
উল্লেখ্য রামবিলাস পাসোয়ানের দল নীতীশ কুমারের নেতৃত্বে ভোটে লড়তে অস্বীকার করেছে। বিজেপি অনেক চেষ্টা করেও তাদের রাজি করাতে পারেনি। ফলে এবার এলজিপি একাই লড়ছে বিহার বিধানসভা নির্বাচনে।
রামবিলাস পাসোয়ানের দল এককভাবে লড়াই করার সিদ্ধান্ত নেওয়ায় এনডিএ’র শক্তি কিছুটা ক্ষয় হল বলে মনে করা হচ্ছে।
Advertisement



