কেজরির বিরুদ্ধে এনআইএ তদন্তের নির্দেশ

Written by SNS May 7, 2024 11:58 am

দিল্লি, ৬ মে — আবগারি দুর্নীতির পরে এ বার সরাসরি জঙ্গি-যোগের অভিযোগ দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র প্রধান অরবিন্দ কেজরীওয়ালের বিরুদ্ধে৷ খলিস্তানপন্থী নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে)-এর থেকে অর্থসাহায্য নেওয়ার অভিযোগে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা সোমবার কেজরীর বিরুদ্ধে ‘জাতীয় তদন্তকারী সংস্থা’ (এনআইএ) তদন্তের সুপারিশ করেছেন বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে৷

‘বৃহত্তর পঞ্জাব’ নিয়ে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র খলিস্তান রাষ্ট্র গড়ার দাবিতে সক্রিয় এসএফজে গত কয়েক বছর ধরেই ভারতের বিরুদ্ধে নানা নাশকতামূলক তৎপরতায় জডি়ত৷ সংগঠনের প্রধান গুরপতবন্ত সিংহ পন্নুন সম্প্রতি দাবি করেছিলেন, নব্বইয়ের দশকে ধৃত এক খলিস্তানি জঙ্গি নেতাকে দিল্লির জেল থেকে ছাড়ার শর্তে ২০১৪ থেকে ২০২২ পর্যন্ত প্রায় এক কোটি ৬০ লক্ষ ডলার (প্রায় ১৩৩ কোটি টাকা) অর্থ সাহায্য করা হয়েছে আপ নেতৃত্বকে৷

কানাডায় আশ্রয় নেওয়া পন্নুনের ওই বিবৃতির পরেই বিজেপি এবং তার সহযোগী দলগুলি কেজরীর বিরুদ্ধে এনআইএ তদন্তের দাবি তুলেছিল৷ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া কেজরীওয়ালকে সামনে রেখে লোকসভা ভোটের প্রচারে নেমেছে দল৷ তার আগে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের এই পদক্ষেপ আপ নেতৃত্বকে অস্বস্তিতে ফেলল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ৷

গত মার্চে পন্নুন একটি ভিডিয়ো বার্তায় দবি করেন, কেজরীওয়ালকে তাঁরা আট বছরে ১০০ কোটি টাকার বেশি অর্থ সাহায্য করেছেন৷ পন্নুনের দাবি, বিনিময়ে ১৯৯৩ সালে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত দেবেন্দ্র পাল সিংহ ভুল্লারকে ছেডে় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল দিল্লি সরকার৷