• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

বিজেপির কনভেনারের গাডি় থেকে মিলল টাকা

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৪ এপ্রিল– শনিবার রাতে জলপাইগুডি় ক্রান্তি এলাকায় নাকা চেকিং চলার সময়ে বিজেপির কনভেনার রাকেশ নন্দীর গাডি় থেকে মিলল লক্ষ লক্ষ টাকা৷ পুলিশের দাবি, ওই টাকার কোনও নথি দেখাতে পারেনি বিজেপি নেতা৷ পুলিশের দাবি রাকেশ নন্দীর কাছ থেকে নগদ ৭ লক্ষ ৭৫ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে৷ রাকেশ নন্দীকে জেরা করে তথ্য পেয়ে

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৪ এপ্রিল– শনিবার রাতে জলপাইগুডি় ক্রান্তি এলাকায় নাকা চেকিং চলার সময়ে বিজেপির কনভেনার রাকেশ নন্দীর গাডি় থেকে মিলল লক্ষ লক্ষ টাকা৷

পুলিশের দাবি, ওই টাকার কোনও নথি দেখাতে পারেনি বিজেপি নেতা৷ পুলিশের দাবি রাকেশ নন্দীর কাছ থেকে নগদ ৭ লক্ষ ৭৫ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে৷ রাকেশ নন্দীকে জেরা করে তথ্য পেয়ে পুলিশ বিজেপি মহিলা মোর্চার জেলা সভাপতি দীপা বণিককের গাড়ি তল্লাশি করে৷ সেখান থেকে আরও ১ লক্ষ ৩০ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে৷ যদিও এই বিষয়ে দীপা বণিকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে সম্পূর্ণ ঘটনা অস্বীকার করেন তিনি৷ পুলিশ সুপার উমেশ খান্ডবাহাল জানিয়েছেন, ক্রান্তি মসজিদের কাছে নাকা চেকিং চলছিল৷ সেই সময় একটি গাডি় আটক করা হয়৷ তল্লাশি চালানোর সময়ে গাডি়তে বসে থাকা রাকেশ নন্দীর কাছ থেকে নগদ টাকা পাওয়া যায়৷

Advertisement

Advertisement

Advertisement