• facebook
  • twitter
Wednesday, 4 December, 2024

সরকারি কর্মসূচি নিয়ে সাত বৈঠক মোদির

হ্যাটট্রিকের পূর্বাভাস দিল্লি, ২ জুন – বুথ সমীক্ষার পূর্বাভাস অনুযায়ী প্রধানমন্ত্রীর কুর্সিতে হ্যাটট্রিকের পথে নরেন্দ্র মোদি৷ সেই ইঙ্গিত জোরালো হতেই নতুন সরকারের কাজকর্মের রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে মোদি৷ সরকারি সূত্রে খবর, রবিবার, সরকারের আগামী ১০০ দিনের কাজের পরিকল্পনা থেকে শুরু করে তাপপ্রবাহ, জলসঙ্কট ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে সাতটি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ২০২৪-এর লোকসভা

হ্যাটট্রিকের পূর্বাভাস
দিল্লি, ২ জুন –
বুথ সমীক্ষার পূর্বাভাস অনুযায়ী প্রধানমন্ত্রীর কুর্সিতে হ্যাটট্রিকের পথে নরেন্দ্র মোদি৷ সেই ইঙ্গিত জোরালো হতেই নতুন সরকারের কাজকর্মের রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে মোদি৷ সরকারি সূত্রে খবর, রবিবার, সরকারের আগামী ১০০ দিনের কাজের পরিকল্পনা থেকে শুরু করে তাপপ্রবাহ, জলসঙ্কট ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে সাতটি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

২০২৪-এর লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে৷ বিভিন্ন সংস্থার এক্সিট পোলও প্রকাশ পেয়েছে৷ বেশিরভাগ সংস্থার সমীক্ষা অনুযায়ী, বিজেপির নেতৃত্বে ফের সরকার গড়তে চলেছে এনডিএ জোট৷ তৃতীয়বারের জন্যেও প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদি৷ আগামী ৪ জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হবে৷ তার আগেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

সরকারি সূত্রে জানানো হয়েছে, রবিবার পরপর সাতটি বৈঠক করেন প্রধানমন্ত্রী৷ এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বৈঠক হল নতুন সরকারের প্রথম ১০০ দিনের কাজের নীতি নির্ধারণ৷ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বাধীন তৃতীয় এনডিএ সরকারের প্রথম ১০০ দিনের কাজ কী কী হবে, তার রোডম্যাপ তৈরি করার নির্দেশ প্রধানমন্ত্রীর দফতর এবং সরকারের শীর্ষ আধিকারিকদের নির্বাচন বিধি ঘোষণার আগেই দিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ সেই রোডম্যাপ চূড়ান্ত করতেই রবিবার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী৷

এর পাশাপাশি উত্তর-পূর্বের বন্যা পরিস্থিতি নিয়েও পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী মোদি৷ রেমাল পরবর্তী উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বন্যা পরিস্থিতি কোন পর্যায়ে রয়েছে, তা পর্যালোচনা করতে বৈঠক হয়৷ তাপপ্রবাহে দেশে মৃতু্যর বিষয়ে আলোচনা হতে পারে৷ এর জেরে বিদু্যৎ, কয়লা এবং তীব্র জল সংকট দেখা দিয়েছে৷ এর প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের কী কী পদক্ষেপ অবিলম্বে গ্রহণ করা প্রয়োজন, তা ঠিক করতে বৈঠক করেন প্রধানমন্ত্রী৷ এছাড়াও হিট স্ট্রোকের আশঙ্কা বৃদ্ধির প্রেক্ষিতে হাসপাতালগুলি কতটা প্রস্তুত, তা নিয়েও আলোচনা হওয়ার কথা৷ এছাড়া, আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে একটি বৈঠক হয়৷

দেশের পরবর্তী সেনাপ্রধান এবং গোয়েন্দা প্রধান কে হবেন, রবিবার তা নিয়েও বৈঠক করেন প্রধানমন্ত্রী৷ প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি পদে ডক্টর পিকে মিশ্র এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে অজিত দোভালের পুনর্বহাল নিয়েও আলোচনার সম্ভাবনা৷

জি ৭ বৈঠকের প্রস্তুতি নিয়েও বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি৷ ফের নির্বাচিত হলে আগামী ১৩ জুন প্রধানমন্ত্রীর জি-৭ বৈঠকে যোগ দেওয়ার কথা৷ সেই বৈঠকে নয়া দিল্লির অবস্থান কী হবে তার খসড়া নিয়েও আলোচনায় বসেন৷

শনিবার, লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণের দিন ভোট পরবর্তী সমীক্ষা প্রকাশ করেছে সংবাদমাধ্যমগুলি৷ প্রায় সব সংবাদমাধ্যম এগিয়ে রেখেছে বিজেপিকে৷  প্রচারেও মোদি দাবি করেছিলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ৪০০ পার করবে এনডিএ৷ ভোট পরবর্তী সমীক্ষার তিনটি ফল তেমনই দাবি করেছে৷

তবে ১০টি সমীক্ষা ফল জানিয়েছে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ৩৫০-এর বেশি আসন পেলেও ৪০০ আসন পাবে না৷ ৪ জুন ভোটের ফল৷ সে দিনই স্পষ্ট হবে বিষয়টি৷ সূত্রের খবর, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ যদি ক্ষমতায় আসে, তবে আগামী ১০ জুন শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে৷ জুলাই মাসে বসতে পারে নতুন সরকারের প্রথম সংসদের অধিবেশন৷ জুলাইতেই প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারে নয়া সরকার৷ এদিনের বৈঠকে সেসব বিষয়েও আলোচনা হতে পারে৷ এদিকে আগামী ৪ জুন বুথ সমীক্ষার ভবিষ্যদ্বাণী মিলে গেলে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পরপর তিনবার প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড স্পর্শ করবেন নরেন্দ্র মোদি৷