• facebook
  • twitter
Monday, 16 September, 2024

মূল্যবান ভােট দিন,বিজেপিকে হারান,ডাক মায়াবতীর

মায়াবতীর দাবি,দেশের যুব প্রজন্ম এবং বেকাররা আর বিজেপি সরকার চান না।

মায়াবতী (Photo IANS)

মঙ্গলবার তৃতীয় দফার লােকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের মােট ১০টি আসনে ভােটদান পর্ব চলছে।এদিন সকালে রাজ্যবাসীর পাশাপাশি দেশের সাধারণ মানুষের উদ্দেশে বহুজন সমাজ পার্টি সুপ্রিমাে মায়াবতী ট্যুইট করে বলেন,নিজেদের মূল্যবান ভােট দিন।এমন সরকার গঠন করার ডাক দিলেন তিনি যা মানুষের স্বার্থে কাজ করবে।তাঁর দাবি,দেশের যুব প্রজন্ম এবং বেকাররা আর বিজেপি সরকার চান না।এই সরকার মানুষকে চাকরি দিতে পারছে না,তাই চা-পকোড়া বিক্রি করতে বাধ্য করছে।