কলকাতা, ১১ এপ্রিল: আজ, বৃহস্পতিবার রেড রোডে ঈদের নামাজ পাঠের অনুষ্ঠানে গিয়ে ফের কেন্দ্রকে কড়াভাবে আক্রমণ করলেন মমতা। তিনি সিএএ-এনআরসি-র মতো অভিন্ন দেওয়ানি বিধি প্রয়োগের বিরোধিতা করলেন। পাশাপাশি, মোদী সরকারের কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগেও সরব হলেন মমতা। সেই সঙ্গে আজ ঈদের দিনে তিনি রাজ্যবাসীকে ভাতৃত্বের বার্তা দেন। কথা প্রসঙ্গে তুলে ধরেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম ও নেতাজির প্রসঙ্গও। জাতি-ধর্ম নির্বিশেষে এই সব মহাপুরুষদের চিন্তা ভাবনাকে তিনি তুলে ধরেন।
মুখ্যমন্ত্রী বলেন, ‘এবার নির্বাচনে সকলের বিরুদ্ধে কেন্দ্র এনআইএ, সিবিআই, ইডি লেলিয়ে দিচ্ছে। এর থেকে ভালো, আমি বলেছি, একটা জেলখানা বানিয়ে দিন। সকলে সেখানে চলে যাবে। কিন্তু ১৩২ কোটি মানুষকে জেলে ভরতে পারবেন তো? আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করি।’
Advertisement
সেই সঙ্গে তিনি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হতে দেবেন না বলেও সকলকে আশ্বস্ত করেন। এদিন শহরের বুকে বিখ্যাত এই ঈদের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজই নির্বাচনী প্রচারের জন্য উত্তরবঙ্গে যাবেন মুখ্যমন্ত্রী।
Advertisement
এদিন মমতা রাজ্যবাসীকে সতর্কবার্তা দিয়ে বলেন, ‘আমরা হিংসা করতে পারি না। আমরা বিভাজন জানি না। আমরা সিএএ চাই না, এনআরসিও চাই না। আমরা একসঙ্গে থাকব। আমরা ভাইয়ের মতো থাকব। কারও অহংকার সহ্য করব না। একসঙ্গে থাকলে কেউ কিচ্ছু করতে পারবে না। আমি মৃত্যুকে ভয় পাই না। মৃত্যু আমাকে ভয় পায়। মানুষের পাশে আছি, থাকব। বিজেপি বিভাজনের সবরকম চেষ্টা করছে। আমাদের একত্রিত থাকতে হবে। একটা ভোটও অন্য কোনও দলকে নয়। ভোটের আগে মুসলিম নেতাদের ফোন করে বলছে, আপনাদের এই চাই, ওই চাই। কিন্তু এই ভালোবাসা ছিনিয়ে নেওয়া অত সহজ কাজ নয়।’
Advertisement



