• facebook
  • twitter
Monday, 2 December, 2024

চলতি মাসেই দিল্লি সফরে মমতা

যোগ দিতে পারেন নীতি আয়োগের বৈঠকে নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২৭ জুলাই দিল্লিতে আয়োজিত হতে চলেছে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের নবম বৈঠক৷ এই বৈঠকে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নবান্ন সূত্রে এই খবর পাওয়া গিয়েছে৷ ২৫ জুলাই দিল্লির উদ্দেশে রওনা দিতে পারেন তিনি৷ কলকাতায় ফিরবেন ২৮ জুলাই৷ নীতি আয়োগের বৈঠকে যোগদানের পাশাপাশি দিল্লিতে আরও কয়েকটি

যোগ দিতে পারেন নীতি আয়োগের বৈঠকে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২৭ জুলাই দিল্লিতে আয়োজিত হতে চলেছে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের নবম বৈঠক৷ এই বৈঠকে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নবান্ন সূত্রে এই খবর পাওয়া গিয়েছে৷ ২৫ জুলাই দিল্লির উদ্দেশে রওনা দিতে পারেন তিনি৷ কলকাতায় ফিরবেন ২৮ জুলাই৷ নীতি আয়োগের বৈঠকে যোগদানের পাশাপাশি দিল্লিতে আরও কয়েকটি কর্মসূচি রয়েছে তাঁর৷

উল্লেখ্য, ২১ জুলাই অর্থাৎ রবিবার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের শহিদ সমাবেশ রয়েছে৷ ২৩ তারিখ দুর্গা পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এরপরই রয়েছে তাঁর দিল্লি সফর৷

২৭ তারিখ নীতি আয়োগের বৈঠকে পৌরহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে৷ এর আগে বহুবার নীতি আয়োগের বৈঠক এড়িয়ে গিয়েছেন মমতা৷ পরিবর্তে পাঠিয়ে দিয়েছেন তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্রকে৷ কিন্ত্ত এবার মমতা নিজেই এই বৈঠকে যোগ দেবেন বলে জানা গিয়েছে৷ নবান্নের এক কর্তার মতে, কেন্দ্রের কাছে বাংলার অনেক টাকা বকেয়া৷  তার উপর এই বৈঠকে একটি ভিশন ডকুমেন্ট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত তৈরির নকশা পেশ হবে৷ সেই মানচিত্রে বাংলাকে কোথায় রাখা হয়েছে তাও দেখতে চাইবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাছাড়া আগের তুলনায় দুর্বল মোদি সরকারের উপর রাজ্যের বকেয়া নিয়ে চাপ সৃষ্টি করতে মমতা নিজে এই বৈঠকে যোগদান করছেন বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের৷

২৩ জুলাই সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ প্রতিবারই বাজেট অধিবেশনের আশপাশে একবার দিল্লিতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী৷ এবার দিল্লিতে গিয়ে দলের সাংসদদের সঙ্গে বৈঠক করতে পারেন তৃণমূলের সংসদীয় দলের নেত্রী মমতা৷ পাশাপাশি বিদেশে চিকিৎসার পর ২১ জুলাইয়ের আগেই অভিষেকের কলকাতায় ফেরার কথা আছে৷ তিনি ২২ তারিখ দিল্লিতে যেতে পারেন৷ মমতা-অভিষেক একযোগে বার্তা দিতে পারেন সাংসদদের- এমনটাই খবর সূত্রের৷