• facebook
  • twitter
Saturday, 14 December, 2024

ম্যাচ ফিক্সিয়ের মতোই এটি অর্ডার ফিক্সিং, কোর্ট ফিক্সিং : অভিষেক

এসএসসি মামলার রায়কে কটাক্ষ নিজস্ব প্রতিনিধি— এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে ইতিমধ্যেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় প্রথম থেকে এর বিরোধিতা করলেও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়কে এ প্রসঙ্গে কিছুই বলতে শোনা যায়নি৷ তবে বৃহস্পতিবার পুরুলিয়া লোকসভা কেন্দ্রের নির্বাচনী কমিটির সঙ্গে অভ্যন্তরীণ আলোচনা সভা শেষে বেরিয়ে এসএসসি মামলার

এসএসসি মামলার রায়কে কটাক্ষ

নিজস্ব প্রতিনিধি— এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে ইতিমধ্যেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় প্রথম থেকে এর বিরোধিতা করলেও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়কে এ প্রসঙ্গে কিছুই বলতে শোনা যায়নি৷ তবে বৃহস্পতিবার পুরুলিয়া লোকসভা কেন্দ্রের নির্বাচনী কমিটির সঙ্গে অভ্যন্তরীণ আলোচনা সভা শেষে বেরিয়ে এসএসসি মামলার রায়কে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দোপাধ্যায়৷ বিচারপতিদের রায় কে ‘ম্যাচ ফিক্সিং’ এর সঙ্গে তুলনা করেন অভিষেক৷ তাঁর ভাষায়, “ম্যাচ ফিক্সিং এর মতোই এটি অর্ডার ফিক্সিং, কোর্ট ফিক্সিং৷ ম্যাচ ফিক্সিং এ ‘বেটিং’ এর কথা জানি৷ এই বেটিং এর নতুন মাত্রা সংযোজন করেছে কলকাতা হাইকোর্টের একাংশ৷

বিজেপি বেটিং করছে আর সেই বেটিং এর দোসর হিসেবে কাজ করছে কিছু বিচারপতিরা৷ ” অভিষেক এ প্রসঙ্গে দুঃখপ্রকাশ করে বলেন, “হাইকোর্টের অর্ডারের রন্ধ্রে রন্ধ্রে বিজেপির স্ট্যাম্প রয়েছে৷ বিজেপি যেভাবে চারজন দুর্নীতি করলে একশো দিনের কাজের টাকা আটকে দেয় সেভাবেই একই পথে হেঁটে চারজন বা কিছু মানুষ প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছে বলে গোটা প্যানেলকেই বাতিল করেছে৷ এটি দুর্ভাগ্যজনক! বেদনাদায়ক!”

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও নিশানা করেন অভিষেক৷ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? বিচারব্যবস্থার দিকে প্রশ্ন ছুঁড়ে দেন তিনি৷

তবে কেন শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিৎ তার ব্যাখ্যাও দেন তিনি৷ অভিষেক বলেন, শুভেন্দু বলেছিলেন সপ্তাহের শুরুতে বোম পড়বে৷ আর আদালতের রায়টিও এলো সপ্তাহের শুরুতেই অর্থাৎ সোমবার৷ তাহলে এটি কাকতালীয়? পাশাপাশি অভিষেক বলেন, “তিনি (শুভেন্দু) বিস্ফোরণের কথা বলেছিলেন৷ দুটি ঘটনা ঘটেছে৷ এক, আমার ওপর হামলার ছক এবং দুই, কলকাতা হাইকোর্টের রায়দান৷ তাহলে তাঁর বিস্ফোরণ এই দুটির মধ্যে যেকোনো একটা৷”