নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অসুস্থ ছিলেন। এরপর বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ নিজের বাড়িতে বাথরুমে যেতে গিয়ে পড়ে গিয়ে মুকুল রায় ভর্তি বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে। পড়ে যাওয়ার পরেই দফায় দফায় করছিলেন বমি। হারিয়ে ফেলেছিলেন জ্ঞান। উদ্বেগ বেড়েছিল গোটা পরিবারের। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতায়। তারপর থেকে সেখানেই চলছে চিকিৎসা। জ্ঞান এখনও ফেরেনি। লোকসভা নির্বাচনের প্রাক্কালে বারবার খবরের শিরোনামে উঠে এসেছিলেন মুকুল রায়। কখনও অর্জুন সিং, কখনও পার্থ ভৌমিক, কখনও অধীর রঞ্জন চৌধুরী দেখা করতে গিয়েছেন বঙ্গ রাজনীতির সব তাবড় তাবড় নেতারা।
এবার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ফিরেই ফেসবুকে দিলেন মন খারাপের পোস্ট। কুণাল লিখছেন, ‘মুকুল রায়কে দেখে এলাম। খারাপ লাগল। আজ ভেন্টিলেশনের বাইরে। কিন্তু মস্তিষ্ক অচল। চোখ বুজে শুয়ে। শুভ্রাংশু কয়েকবার ডাকল। সাড়া দিল না। ডাক্তাররা বলছেন, পর্যবেক্ষণ ও অপেক্ষা।’ তবে মুকুলকে দেখে যে কুণালের মনটাও ভাল না, তা পোস্টের ছত্রে ছত্রেই স্পষ্ট। আরও লিখছেন, ‘অতিসক্রিয়দের এই নিষ্ক্রিয় ছবি বেদনাদায়ক। মতপার্থক্য ভুলিয়ে মন ভারাক্রান্ত করে দেয়। মুকুলদা সাড়া দিক। সেরে উঠুক।’
Advertisement
প্রসঙ্গত, শেষবার ২০২৩ সালের ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠানে দেখা গিয়েছিল মুকুল রায়কে। তবে তারপর আর প্রকাশ্য কোনও রাজনৈতিক মঞ্চ বা সমাবেশে তাঁকে আর দেখা যায়নি।
Advertisement
Advertisement



