• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বেসরকারি হাসপাতালে অসুস্থ জ্যোতিপ্রিয় মল্লিক, আনা হল প্রেসিডেন্সি জেলে

তাঁর কিডনি সম্পূর্ণরূপে কাজ করছে না

ফের অসুস্থ রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। সূত্রের খবর, অস্বাভাবিক হারে ওজন কমে গিয়েছে প্রাক্তন মন্ত্রীর। হৃদযন্ত্রে সমস্যা, মাথা ঘোরা-সহ একাধিক উপসর্গও রয়েছে তাঁর। সে কারণেই প্রেসিডেন্সি জেল থেকে সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে জ্যোতিপ্রিয়কে।রেশন দুর্নীতি মামলায় বছরের পর বছর জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক। গ্রেপ্তারির পর প্রথম দিনই আদালতে এসে অসুস্থ হয়ে পড়েন। অ্যাপলোতে ভর্তি করা হয় তাঁকে। এরপর বেশ কয়েকদিন এসএসকেএম হাসপাতালেও চিকিৎসা হয় । শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে একাধিকবার জামিনের আর্জি জানিয়েছেন তিনি। প্রাক্তন মন্ত্রীর আইনজীবী আদালতে দাঁড়িয়ে দাবি করেন, তাঁর কিডনি সম্পূর্ণরূপে কাজ করছে না। আবার তাঁর সুগারও রয়েছে বলেও উল্লেখ করা হয়।

এছাড়া ওজনও উত্তরোত্তর কমছে। চিকিৎসার জন্য জামিনের আর্জি জানানো হয়েছে। যদিও বার বার সেই আর্জি খারিজ হয়ে যায়।কারণ ইডি আধিকারিকরা মনে করছেন, রেশন দুর্নীতির একেবারে গোড়া থেকেই সব কিছু জানেন জ্যোতিপ্রিয়। তা সত্ত্বেও দুর্নীতিগ্রস্ত চালকলের মালিকদের নিয়ে একটি চক্র গড়ে। আর সেই চক্রেই যুক্ত ছিলেন রেশন দুর্নীতি মামলায় জেলবন্দি বাকিবুর রহমান। তাঁকে জেরা করেই আবার জ্যোতিপ্রিয় মল্লিকের যুক্ত থাকার ব্যাপারে নিশ্চিত হন তদন্তকারীরা। সেই অনুযায়ী গত বছরের ২৬ অক্টোবর গভীর রাতে গ্রেপ্তার করা হয় জ্যোতিপ্রিয়কে। আবার মন্ত্রীর লেখা চিঠির ভিত্তিতে ইডির জালে ধরা পড়েছেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্য। প্রায় হাজার কোটি টাকা রেশন দুর্নীতি হয়েছে বলেই মনে করছেন তদন্তকারীরা। ফোরেক্স সংস্থার মাধ্যমে রেশন দুর্নীতির কালো টাকা শংকর আঢ্য বিদেশে পাচার করে দিয়েছেন বলেই দাবি ইডির।

Advertisement

Advertisement

Advertisement