বুধবার বিহারের ভােট প্রচারে গিয়ে আরজেডির নেতৃত্বে ‘ মহাগঠবন্ধন’কে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদী। তিনি বলেন, আর ফিরিয়ে আনবেন না ‘লুঠেরাদের রাজত্ব’।
এদিন দ্বিতীয় দফার ভােটপ্রচারে দ্বারভাঙার রাজ ময়দানে জনসভায় যােগ দেন মােদী। ওই সভাতেই বিরােধী মহাজোটকে নিশানা করে মােদী বলেন, যারা বিহারে জঙ্গলরাজ কায়েম করেছিলেন, যারা বিহারকে লুটেপুটে খেয়েছেন, বিহারের মানুষ শপথ নিয়েছেন, তাদের ফিরতে দেবেন না।’
Advertisement
আরজেডি, কংগ্রেস, বামেদের মহাজোটের নেতাদের উদ্দেশ্য তাঁর কটাক্ষ, ‘এরাই সেই নেতারা, যারা সরকারে থাকার সময় বিহার অপরাধের চরম সীমায় পৌঁছেছিল।’ পাশাপাশি মােদীর ভাষণে উঠে এসেছে,‘ আত্মনির্ভর ভারত অভিযান প্রকল্প, রামমন্দির নির্মাণের প্রতিশ্রুতির কথাও।
Advertisement
তিনি বলেন, ‘বিহারকে স্বাবলম্বী হতে গেলে আত্মনির্ভর ভারত এবং আত্মনির্ভর মিথিলাঞ্চল গড়ে তােলা অত্যন্ত জরুরি।’ রামমন্দির প্রসঙ্গে তার বক্তব্য, “অযােধ্যায় বিশাল রামমন্দির তৈরি হচ্ছে। রাজনৈতিকদের অনেকেই জিজ্ঞাসা করতেন কবে রামমন্দির তৈরি হবে? তারাই আজ প্রশংসা করছেন। বিজেপি ও এনডিএ যা প্রতিশ্রুতি দেয় , সেটা করে দেখায়। এটাই তার প্রমাণ।’
করোনা আবহে অত্যন্ত সতর্কতার মধ্যে দিয়ে ভােট গ্রহণের বন্দোবস্ত করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে সাবধান করে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রথম পর্বের ভােটগ্রহণ চলছে। সবার কাছে আমার আর্জি, করোনার বিরুদ্ধে সমস্ত সতর্কতা নিয়ে আপনারা ভােট দিতে যান।’ করােনায় আক্রান্তদের দ্রুত আরােগ্য কামনাও করেছেন প্রধানমন্ত্রী।
Advertisement



