মে মাসের প্রথম সপ্তাহে মোদি, মমতা, শাহ ও অভিষেকের একাধিক নির্বাচনী সভা পূর্ব বর্ধমানে

Written by SNS April 30, 2024 1:30 pm

আমিনুর রহমান, বর্ধমান, ২৯ এপ্রিল– রাজ্যে চতুর্থ দফার নির্বাচন ১৩ মে৷ ওইদিন বর্ধমান পূর্ব ও বর্ধমান-দুর্গাপুর এই দুটি আসনেরও ভোট রয়েছে৷ আর ভোটের দিনক্ষন যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচারের উত্তাপ৷ একেবারে শেষ বেলার প্রচারে মে মাসের প্রথম সপ্তাহেই তৃণমূল ও বিজেপির ভিআইপি নেতা নেত্রীরা বর্ধমানে আসতে চলেছেন৷ ওই তালিকায় যেমন আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একই সঙ্গে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়ের মতো নেতা নেত্রীরা৷ যা নিয়ে পুলিশ প্রশাসনের তৎপরতা তুঙ্গে৷

রাজ্যের নিরিখে পূর্ব বর্ধমানের দুই কেন্দ্রে তৃণমূল ও বিজেপি প্রার্থীদের লড়াই কার্যত চর্চার বিষয় হয়ে উঠেছে৷ বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে এবার বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ অন্যদিকে তৃণমূল কংগ্রেসের হয়ে এই কেন্দ্র থেকে ভোটে দাঁডি়য়েছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় কীর্তি আজাদ৷ স্বাভাবিকভাবেই এই কেন্দ্রের লড়াই ইতিমধ্যেই বেশ জমে উঠেছে৷ কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ৷ প্রায় প্রতিদিনই প্রচারে ঝড় তুলছেন দুই যুযুধান প্রার্থী৷

অন্যদিকে বর্ধমান পূর্ব কেন্দ্র থেকে এবার বিজেপির হয়ে লড়াই করছেন কবিয়াল অসীম সরকার৷ তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছেন কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের এসোসিয়েট প্রফেসর শর্মিলা সরকার৷ ফলে এই কেন্দ্রেও শাসক-বিরোধী লড়াই তুঙ্গে৷ প্রতিদিনই লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় জোর কদমে চলছে দুই প্রার্থীর প্রচার অভিযান৷ আর এবার এই প্রচারের মাত্রা চরমে তুলতে এপ্রিল মাসের ৩০ তারিখ থেকে মে মাসের ৬ তারিখ পর্যন্ত পূর্ব বর্ধমান জেলা জুডে় ভারতীয় জনতা পার্টি ও রাজ্যের শাসক শিবিরের শীর্ষ নেতা মন্ত্রীরা আসছেন প্রচারে৷ তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়৷

৩০ এপ্রিল মেমারি থানার রসুলপুর বিষ্ণুপুর যুব সংঘ পাঠাগার ময়দানে জনসভা করতে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ মে মাসের ২ তারিখ বর্ধমান শহরে দলীয় কর্মীদের সঙ্গে ইনডোর
মিটিংয়ে মিলিত হবেন অভিষেক বন্দোপাধ্যায়৷ ওইদিনই অর্থাৎ ২ মে মেমারির গন্তার ফুটবল মাঠে জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়৷ পরের দিন অর্থাৎ ৩ মে নাদনঘাট থানার সমুদ্রগড় হাই স্কুল মাঠে জনসভায় যোগ দেবেন মমতা বন্দোপাধ্যায়৷ একই দিনে মাধবডিহি থানার মনসাডাঙ্গা ফুটবল মাঠে একটি জনসভায় উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী৷ যদিও মুখ্যমন্ত্রীর জোড়া সভার দিনেই জেলায় খোদ বর্ধমান শহরের গোদা বালির মাঠে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ একদিন বাদ দিয়েই ফের ৫ মে বর্ধমান শহরে রোড শো করবেন মমতা বন্দোপাধ্যায়৷ পরের দিন অর্থাৎ ৬ মে শক্তিগড় থানার রাইপুর কাশিয়ারায় ফের মমতা বন্দোপাধ্যায় জনসভায় মিলিত হবেন দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে৷ ওইদিনই অর্থাৎ ৬ তারিখ মঙ্গলকোটের লালডাঙ্গা ফুটবল মাঠে জনসভা করবেন অভিষেক বন্দোপাধ্যায়৷ সুতরাং চলতি মাসের ৩০ তারিখ থেকে আগামী মাসের ৬ তারিখ পর্যন্ত পূর্ব বর্ধমান জেলা জুডে় লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট ঘিরে হাই ভোল্টেজ প্রচার অভিযান চলবে৷