• facebook
  • twitter
Wednesday, 6 November, 2024

ক্যানসারের ৩টি ওষুধে আমদানি শুল্ক মকুব, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মারণরোগ ক্যানসারের ওষুধের দাম আকাশছোঁয়া- একথা কারও অজানা নয়৷ ক্যানসারের চিকিৎসার খরচও ব্যাপক৷ তাই সাধারণ মানুষকে সামান্য স্বস্তি দিতে মঙ্গলবার ২০২৪-২৫ বাজেটে সুখবর শোনালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ ক্যানসারের ৩টি ওষুধের উপর থেকে প্রত্যাহার করা হল আমদানি শুল্ক৷ এর ফলে আগামিদিনে ক্যানসারের চিকিৎসার খরচ অনেকটাই কমবে ৷ এই মারনরোগের চিকিৎসার জন্য অধিকাংশ ওষুধই

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মারণরোগ ক্যানসারের ওষুধের দাম আকাশছোঁয়া- একথা কারও অজানা নয়৷ ক্যানসারের চিকিৎসার খরচও ব্যাপক৷ তাই সাধারণ মানুষকে সামান্য স্বস্তি দিতে মঙ্গলবার ২০২৪-২৫ বাজেটে সুখবর শোনালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ ক্যানসারের ৩টি ওষুধের উপর থেকে প্রত্যাহার করা হল আমদানি শুল্ক৷ এর ফলে আগামিদিনে ক্যানসারের চিকিৎসার খরচ অনেকটাই কমবে ৷

এই মারনরোগের চিকিৎসার জন্য অধিকাংশ ওষুধই বিদেশ থেকে আমদানি করা হয়৷ প্রদান করতে হয় অতিরিক্ত শুল্ক৷ এই শুল্ক মকুব করায় চিকিৎসায় খরচ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে৷ ক্যানসারের পাশাপাশি মোবাইল, চার্জার ইত্যাদির উপরও আমদানি শুল্ক ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাই দাম কমবে এই সব সামগ্রীরও৷ এর পাশাপাশি আরও কিছু বৈদু্যতিন সামগ্রীরও দাম কমবে৷

মঙ্গলবার তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ লোকসভা নির্বাচনের কারণে চলতি বছর গোড়ায় নিয়মমাফিক পূর্ণাঙ্গ বাজেট পেশ করা সম্ভব হয়নি৷ মঙ্গলবার সংসদে ২০২৪-২৫ সালের বাজেট পেশ করার আগে সোমবার আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷