মুখ্যমন্ত্রীকে কটু মন্তব্য, ক্ষমার পরও দিলীপের বিরুদ্ধে প্রতিবাদ বর্ধমানে

Written by SNS March 29, 2024 1:30 pm

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ২৮ মার্চ– মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কটু মন্তব্যের পর ক্ষমা চেয়ে নিলেও দিলীপ ঘোষের বিরুদ্ধে আন্দোলন জারি বর্ধমানে৷ বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দফায় দফায় আন্দোলন হয় শহর বর্ধমান সহ জেলা জুডে়৷ তৃণমূল শীর্ষ নেতারা ক্ষোভ উগরে দিয়েছেন সংবাদ মাধ্যমের কাছে৷ বিজেপির ওই হেভিওয়েট প্রার্থী প্রচারে বের হয়ে মুখ্যমন্ত্রীকে উদ্যেশ্য করে যে মন্তব্য করেন তা নিয়ে রাজ্য রাজনীতিতে সমালোচনার ঝড় উঠে৷ আর তার ঠিক ২৪ ঘন্টার মধ্যে বুধবার সকালে শহর বর্ধমানে প্রাতঃভ্রমণে বের হয়ে ক্ষমা চেয়ে নেন তিনি৷ কিন্ত্ত তার পরেও তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে দিলীপ ঘোষ এর বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন থামেনি৷

বুধবার প্রাতভ্রমণে বের হন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ৷ সেখানে তিনি বলেন, আমার বক্তব্য নিয়ে বির্তক প্রথম বার নয়৷ যে ভনিতা করে, অন্যায় করে তার সামনে বলি৷ এবার আমি যা বক্তব্য রেখেছি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা যার সঙ্গে আমার ব্যক্তিগত ঝগড়া নেই, কোন ক্লেশ নেই৷ কোন দুর্ভাবনা নেই৷ কিন্ত্ত উনি যে রাজনৈতিক বক্তব্য বার বার দিয়েছেন, মানুষকে বিভ্রান্ত করেছেন আমি তার বিরুদ্ধে বলেছি এবং প্রশ্ন করেছি ও প্রতিবাদ করেছি৷ আমার ভাষার শব্দ চয়ন নিয়ে অনেকের আপত্তি আছে, আমার পার্টির আপত্তি আছে, অন্যরাও বলেছে৷ যদি তাই হয় তাহলে আমি দুঃখিত৷ বলেন, শুভেন্দু অধিকারীর বাবা একজন বাংলার বর্ষীয়ান রাজনীতিবিদ৷ তাকে অপমান করা হচ্ছে৷ শুভেন্দু অধিকারীকে অপমান করা হচ্ছে৷ শুভেন্দু অধিকারী পুরুষ বলে অপমান করা হবে৷ তার কোনও সম্মান নেই৷ একজন মহিলা যা খুশি বলবে৷ কেবল মহিলা কার্ড ব্যবহার করা হবে৷ আমি তারই প্রতিবাদ করেছি৷

এদিকে দিলীপ ঘোষের ক্ষমা চাওয়ার পর জেলা তৃণমূল আন্দোলন, প্রতিবাদ থেকে সডে় দাঁড়াননি৷ বুধবার রাতে শহর বর্ধমানের বিজয় তোরণের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় তৃণমূল কংগ্রেস৷ বিধায়ক খোকন দাসের নেতৃত্বে দিলীপ ঘোষের কুশপুতুল দাহ করা হয়৷ সারা জেলা জুডে় বৃহস্পতিবারও বিক্ষিপ্ত ভাবে প্রতিবাদ বিক্ষোভ চলে৷ এদিন শীর্ষ নেতারা তীব্র আপত্তি জানান সংবাদ মাধ্যমের কাছে৷ জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তীব্র ভাষায় বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন৷ জামালপুর ব্লকের সহ সভাপতি ভূতনাথ মালিক, খন্ডঘোষ ব্লকের সভাপতি অপার্থিব ইসলাম, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়দের বক্তব্য একজন মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে এ ধরনের মন্তব্য বাংলার নারী জাতির অপমান৷ এটা ক্ষমার অযোগ্য৷ একই ভাষায় প্রতিবাদ করেছেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের দিলীপ ঘোষের প্রতিদ্বন্দ্বী কীর্তি আজাদ৷ প্রাক্তন ক্রিকেটার কীর্তি বলেন, ঝোড়ো ব্যাটিংয়ে দিলীপ ঘোষকে ছক্কা হাঁকানো হবে৷ এদিন দুর্গাপুর এলাকার গোপালপুরেও তৃণমূল কর্মী সমর্থকরা দিলীপ ঘোষের কুশপুতুল দাহ করেন৷