এপ্রিলেই বৃদ্ধি বিধায়কদের বেতন, বিলে সম্মতি রাজ্যপালের

Written by SNS March 17, 2024 3:46 pm

নিজস্ব প্রতিনিধি— আগামী এপ্রিল থেকেই বৃদ্ধি পাচ্ছে রাজ্যের বিধায়ক, প্রতিমন্ত্রী এবং পূর্ণমন্ত্রীদের বেতন৷ নতুন অর্থবর্ষের আগেই বিধানসভার সদস্যদের বিল সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ যার ফলে এক ধাক্কায় চল্লিশ হাজার টাকা করে বেতন বৃদ্ধি পাবে তাঁদের৷

শনিবার সকালে রাজভবনের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে পোষ্ট করে বলা হয়েছে সেই কথায়৷ মূলত, রাজ্য বিধানসভার সদস্যদের বেতন বিল ২০২৩ এবং বেতন ও ভাতা বিল ২০২৩ গত সেপ্টেম্বরে বিধানসভার বাদল অধিবেশনে পেশ করা হয়েছিল৷ তবে বিল দুটি এতদিন পড়েছিল রাজ্যপালের অনুমতির অপেক্ষায়৷ অবশেষে মিলল সবুজ সংকেত৷ আগামী এপ্রিল থেকেই বর্ধিত বেতন পাবেন তাঁরা৷

প্রসঙ্গত, প্রথম বিলটি ছিল রাজ্যের বিধায়কদের জন্য৷ অন্যদিকে দ্বিতীয় বিলটিতে রাজ্যের প্রতিমন্ত্রী এবং পূর্ণমন্ত্রীদের বেতন বৃদ্ধির কথা ছিল৷ এতদিন পর্যন্ত রাজ্যের বিধায়করা মাসিক বেতন হিসেবে পেতেন দশ হাজার টাকা৷ নতুন সংশোধিত বিল অনুযায়ী তাঁদের বেতন হবে পঞ্চাশ হাজার টাকা৷ একই সঙ্গে প্রতিমন্ত্রীরা এতদিন মাসিক বেতন পেতেন দশ হাজার ন’শো টাকা, নতুন বিলে তাঁরা পাবেন পঞ্চাশ হাজার ন’শো টাকা৷ তা ছাড়া রাজ্যের পূর্ণমন্ত্রীদের মাসিক বেতন ছিল এগারো হাজার টাকা৷ এবার থেকে তাঁরা মাসিক বেতন হিসেবে পাবেন একান্ন হাজার টাকা৷ পাশাপাশি, রাজ্যের বিধায়করা বৈঠকে যোগ দেওয়ার জন্য পেতেন একাশি হাজার টাকা৷ এবার থেকে তাঁদের সেই ভাতা হিসেবে মিলবে এক লক্ষ একুশ হাজার টাকা৷

উল্লেখ্য, এ রাজ্যের বিধায়ক, প্রতিমন্ত্রী এবং পূর্ণমন্ত্রীদের বেতন দেশের অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই কম, সে কথা গত সেপ্টেম্বরে বিধানসভার বাদল অধিবেশনেই শোনা গিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মুখে৷ তবে বিধায়কদের বেতন বৃদ্ধি পেলেও নিজের বেতন কাঠামো একই রাখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘আমি প্রাক্তন সাংসদ হিসেবে এক লক্ষ টাকা করে পেনশন পাই, বিধানসভার বেতন পাই৷ কিন্ত্ত আমি তা গ্রহণ করি না৷ আমার নিজের বই বিক্রির জন্য যে টাকা পাই তা দিয়েই আমার চলে যায়’’৷