দু’দিনে হাওড়া ও হুগলিতে চার জনসভা প্রধানমন্ত্রীর

Written by SNS May 7, 2024 2:08 pm

নিজস্ব প্রতিনিধি— মঙ্গলবার তৃতীয় দফার ভোটের পরই ফের বাংলায় নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ লোকসভা ভোটের আগে মার্চ-এপ্রিল মিলিয়ে ইতিমধ্যেই রাজ্যে ১২টি সভা করেছেন মোদী৷ চতুর্থ দফা নির্বাচনের ঠিক আগেই ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী৷ আগামী ১১ এবং ১২ মে রাজ্যে আসছেন মোদী৷ বিজেপি সূত্রের খবর, দু’দিনে বঙ্গে চারটি জনসভা করবেন নরেন্দ্র মোদী৷ ১১ তারিখ হাওড়ার উলুবেরিয়াতে দলীয় প্রার্থীর সমর্থনে সভা করবেন তিনি৷ পরের দিন ১২ মে আরামবাগ সহ আরও ৩ টি সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর৷ হাওড়া লোকসভা কেন্দ্রে পঞ্চম দফায় ভোট হবে৷ এই কেন্দ্রে বিজেপি প্রার্থী ডাঃ রথীন চক্রবর্তী৷

বিজেপি সূত্রে জানা গিয়েছে, ১১ মে প্রধানমন্ত্রীর জনসভায় তিনি উপস্থিত থাকবেন৷ এছাড়া জেলার আরেক কেন্দ্র উলুবেডি়য়ার পদ্মপ্রার্থী অরুণ উদয় চৌধুরী, তিনিও সভায় থাকতে পারেন বলে খবর৷ পরদিন অর্থাৎ রবিবার হুগলির সিঙ্গুরে সভা করবেন প্রধানমন্ত্রী৷ এখানেও ভোট আগামী ১১ মে৷ হুগলির সভায় উপস্থিত থাকবেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগর, হুগলির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এবং শ্রীরামপুরের পদ্মপ্রার্থী কবীরশঙ্কর বসু৷ লোকসভা নির্বাচনে রাজ্য বিজেপির হয়ে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ শীর্ষ নেতারা৷ নির্বাচনের দিন ঘোষণার আগে-পরে প্রধানমন্ত্রী নিজেই আট বারের বঙ্গ সফরে ১২ টি সভা করেছেন৷ সেইসব প্রচার সভা থেকে সন্দেশখালি কাণ্ড সহ একাধিক ইসু্যতে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন তিনি৷ এবার উত্তরের পর দক্ষিণবঙ্গের প্রচারে শুরু করেছেন মোদী৷ তবে শুধুমাত্র ১১ বা ১২ মে নয়, বঙ্গের দলীয় প্রার্থীদের সমর্থনে আগামী দিনে আরও বেশ কয়েকটি সভা করবেন বলে গেরুরা শিবির সূত্রের খবর৷