ভূপতিনগরে মধ্যরাতে এনআইএ তদন্তে ক্ষুব্ধ মমতা

Written by SNS April 6, 2024 4:23 pm

নিজস্ব প্রতিনিধি— পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বাজি বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত নিয়ে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি দাবি করেন, একটা চকোলেট বোমা ফেটেছিল৷ তার জন্য এনআইএ তদন্তের কী দরকার ছিল? সেই তদন্তের নামে গ্রামের মানুষের ওপর হামলা হয়েছে বলে তিনি অভিযোগ করেন৷

বিজেপি’র উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মমতা বলেন ‘ভোটের প্রচারের কাজে বাধা দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে৷ চকোলেট বোমা ফাটালেও এনআইএ চলে আসছে৷ আরশোলা, ছারপোকা কামড়ালেও মানবাধিকার কমিশনকে পাঠাচ্ছে৷ আমরা সব নজরে রাখছি৷ ভুলে যাচ্ছি না, যে আধিকারিকরা এটা করছেন, আমি কাউকে ভয় দেখাচ্ছি না৷ কিন্ত্ত মনে রাখবেন বিজেপি কিন্ত্ত সারা জীবন থাকবে না৷’

তিনি বলেন, এনআইএ-এর কী অধিকার আছে? আজ, শনিবার মুখ্যমন্ত্রী দক্ষিণ দিনাজপুরে একটি জনসভায় যান৷ সেখানে তিনি পাল্টা দাবি করেন, গ্রামবাসীরা নয়, ভূপতিনগরে হামলা চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী দল৷ এই সভায় মমতা সিবিআই, ইডি, এনআইএ ও আয়কর দপ্তরকে ‘অত্যাচারী’ বলে অভিহিত করেন৷
প্রসঙ্গত শনিবার ভোরে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর বিস্ফোরণের তদন্তে গিয়ে আক্রান্ত হয় এনআই-এর তদন্তকারী দল৷ তাদের ওপর তৃণমূলকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে৷ হামলায় এনআই-এর একটি গাডি়র কাচ ভাঙে৷ সন্দেশখালির পর রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলার ঘটনায় ফের রাজনৈতিক চাপানউতোর সৃষ্টি হয়৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন করেন, এনআই কি পুলিশকে জানিয়ে গিয়েছিল?

এদিন এই নির্বাচনী জনসভায় মমতা কেন্দ্রের শাসকদল বিজেপি-কে কড়া ভাষায় আক্রমণ করেন৷ বলেন, ‘কানে দিয়েছে তুলো, আর পিঠে বেঁধেছে কুলো৷ আর যত পারো সিবিআই দিয়ে কিলো, এনআইএ-কে দিয়ে কিলো, ইনকাম ট্যাক্সকে দিয়ে কিলো, ইডি-কে দিয়ে কিলো৷ ওদের জিজ্ঞেস করুন, একটা এনআইএ বালিশে কত কিলো থাকে? একটা সিবিআই বালিশে কত কিলো থাকে? একটা ইনকাম ট্যাক্স বালিশে কত কিলো থাকে?’

এরপর নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী৷ মমতার দাবি, ‘তুমি রাতের বেলা বাডি় বাডি় ঢুকে যাবে৷ তৃণমূলের সব বুথ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে হবে৷ তৃণমূলের সব এজেন্টদের গ্রেপ্তার করতে হবে ইলেকশন কমিশনকে দিয়ে৷ আমরা চাই নিরপেক্ষভাবে কাজ করুক৷ আমরা বিজেপি-ইলেকশন কমিশন চাই না৷ রাজ্যের অফিসারদের চেঞ্জ করে দেবে৷ অত্যাচারী ইডি-কে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী সিবিআই-কে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী ইনকাম ট্যাক্সকে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী এনআইকে কেন চেঞ্জ করবে না? যত দোষ রাজ্যের বেলায়?’

মমতা এদিন কার্যত এনআইএ-কে হামলাকারী বলে দাবি করেন৷ তিনি বলেন, ‘আমি যখন হেমতাবাদ থেকে বেরচ্ছিলাম সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছে, কালকেও ভূপতিনগরে হামলা হয়েছে৷ হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলা করেছে এনআইএ৷ গদ্দার জানে হারবে, তাই লোকের বাডি় বাড়ি গিয়ে… কোথায় একটা চকোলেট বোম ফেটেছিল ২০২২ সালে… আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাডি়তে অত্যাচার করে, গ্রামে ঢুকে অত্যাচার করে, মহিলারা কী করবে? শাঁখা – পলা পরে বসে থাকবে? না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের ইজ্জত, সম্মান রক্ষা করবে না?’