কেজরিওয়ালকে গ্রেফতারির সময় নিয়ে প্রশ্নের মুখে ইডি, জবাব তলব সুপ্রিম কোর্টের

Written by SNS May 2, 2024 11:53 am

দিল্লি, ৩০ এপ্রিল– অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির সময় নিয়ে সুপ্রিম কোর্টের ভৎর্‌সনার মুখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ কেজরির আইনি পরামর্শদাতা কৌঁসুলিরাই এই প্রশ্ন তোলেন শীর্ষ আদালতে৷ তার ভিত্তিতে মঙ্গলবার ইডির কাছে সুপ্রিম কোর্ট জানতে চায়, ভোটের মুখেই কেন গ্রেফতার করা হল দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির অধ্যক্ষকে৷ দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ইডি-গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন কেজরিওয়াল৷ সোমবার এবং মঙ্গলবার দুদিন ধরে শুনানি চলছে৷ সেই শুনানিতে এদিন ইডিকে লোকসভার আগে কেন অরবিন্দকে গ্রেফতার করা হয়েছে, তা জানতে চাওয়া হয়েছে৷

বিচারপতি সঞ্জীব খান্না বলেন, স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এটা আপনারাও অগ্রাহ্য করতে পারেন না৷ কিন্ত্ত, ভাবার বিষয় এই যে, গ্রেফতার করা হল কোন সময়ে৷ অভিযুক্তের আইনজীবীদের বক্তব্য ঠিক ভোটের সময় গ্রেফতার করা হল কেন, জানতে চেয়েছে বেঞ্চ৷

আপের আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতে বলেন, এখনও পর্যন্ত তদন্তকারী সংস্থা অপরাধের কোনও কূল খুঁজে পায়নি৷ তাছাড়া এই মামলায় আপ প্রধানের জডি়ত থাকার কোনও প্রমাণ দাখিল করতে পারেনি৷ এর প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট আগামী ৩ মে ইডির জবাব তলব করেছে৷ বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তর বেঞ্চে এই আবেদনের পরবর্তী শুনানি হবে ওইদিনই৷

অন্যদিকে, এদিনই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান তিহাড় জেলে বন্দি অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করেন৷ জেল থেকে কেজরি তাঁকে লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থীদের হয়ে প্রচারে জোর দেওয়ার পরামর্শ দেন৷ কেজরির স্বাস্থ্য ভালো আছে৷ তাঁকে নিয়মিত ইনসু্যলিন দেওয়া হচ্ছে বলে জানান মান৷