অগোছালো সংগঠনই অগ্নিমিত্রার পথের কাঁটা

Written by Subhash Pal April 11, 2024 12:23 pm

অভিষেক রায়, খড়গপুর, ১০ এপ্রিল— দিলীপ ঘোষের জায়গায় মেদিনীপুর লোকসভা আসনে বিজেপি এবারে প্রার্থী করেছে অগ্নিমিত্রা পালকে৷ অগ্নিমিত্রা লড়াকু নেত্রী৷ নাম ঘোষণা হওয়ার পর থেকেই তিনি এলাকায় ঘাটি করেছেন৷ কর্মীরা যখন যেখানে ডাকছেন সেখানেই দৌডে় যাচ্ছেন৷ কিন্ত্ত সামগ্রিকভাবে সংগঠনের অগোছালো চেহারা সামনে আসছে৷

জেলা সভাপতি সুদাম পন্ডিত এগরার লোক৷ লোকসভা ভিত্তিক সাংগঠনিক জেলা৷ মেদিনীপুর লোকসভা আসনে সাতটি বিধানসভার অন্যতম এগরা৷ এছাড়াও রয়েছে মেদিনীপুর, খড়গপুর সদর, খড়গপুর, নারায়ণগড়, কেশিয়াডি়, দাঁতন৷ ২০১৯ সালে খড়গপুর ছাড়া বাকি ছটি আসনে দিলীপ ঘোষ তার প্রতিদ্বন্দ্বী মানস ভূঁইয়ার থেকে এগিয়েছিলেন৷ সর্বাধিক ছিল খড়গপুর সদর আসনে৷ ৪৫ হাজারেরও বেশি ভোটে দিলীপ ঘোষ এগিয়েছিলেন৷ তাই খড়গপুর শহরে ঘাটি গেডে়ই নিজের নির্বাচনী এলাকা ঘুরে বেড়ানো মনস্থির করেন অগ্নিমিত্রা পাল৷ সুদামবাবু এগরার লোক হওয়ায় পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে বর্তমান জেলা কমিটির অনেকের উপরে নির্ভর করতে হচ্ছে৷ কিন্ত্ত জেলা কমিটির এইসব লোকজনেরা কতটা যোগ্য তা নিয়ে দলের মধ্যেই রয়েছে একাধিক প্রশ্ন৷ দীর্ঘদিন ধরে ভোট করছেন জেলার সহ-সভাপতি অরূপ দাস৷

মেদিনীপুর পুরসভার নির্বাচনে দাঁডি়য়ে তার জামানত বাজেয়াপ্ত হয়৷ তিনি নাকি অগ্নিমিত্রার প্রচারের পরিকল্পনার অন্যতম রূপকার৷ জেলা সম্পাদিকা কুহেলি দত্ত পুরনির্বাচনে দাঁডি়য়ে হেরেছেন৷ জেলা যুব মোর্চার সভাপতি আশীর্বাদ ভৌমিকেরও পুর নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয়েছে৷ সংখ্যালঘু মোর্চার নেতা কামাল হোসেন খান শোচনীয়ভাবে পুরনির্বাচনে পরাজিত হয়েছেন৷ শুভজিৎ রায়ও পুর নির্বাচনে পরাজিত৷ দীর্ঘদিন ধরে বিজেপির জেলা রাজনীতিতে এরা পরীক্ষিত সৈনিক৷ বলতে দ্বিধা নেই সেই পরীক্ষায় সাফল্যের হার খুবই কম৷ তারাই এবার অগ্নিমিত্রাকে পরিচালিত করছে৷ এদের সঙ্গে রয়েছেন দিলীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত নারায়ণগড়বাসী এক আইনজীবী৷ তিনি আদৌ সংগঠনের এবিসিডি জানেন না বলছেন দলেরই কর্মীরা৷ এরাই যখন অগ্নিমিত্রা পালের নির্বাচন পরিচালনার কাজে, তখন বিজেপির বহু কর্মী মেদিনীপুর শহর, খড়গপুর শহর, কেশিয়াডি়, নারায়ণগড় এবং দাঁতনে ঘরে বসে রয়েছেন৷

এরা বিজেপি ছাড়া কোথাও ভোট দেবেন না কিন্ত্ত জেলা নেতৃত্ব যথাযথ সম্মান না দেখানোর জন্য এরা প্রচারে নামতেও আগ্রহী নন৷ এদের বক্তব্য, যেচে অপমানিত হতে আমরা চাই না৷ তার ফলে প্রচার শুরুর আগেই অগ্নিমিত্রা চলে গিয়েছেন ব্যাকফুটে৷ পুরনো বসে যাওয়া কর্মীদের সঙ্গে লিয়াজো করার কাজ করতে আগ্রহী বর্তমান নেতৃত্বের মধ্যে কেউ নেই৷ তাই অগ্রিমিত্রার সঙ্গে বসে যাওয়া কর্মীদের সেতু বন্ধনের সম্ভাবনাও এখন তিমিরে৷ মন্ডল সভাপতি এবং বিধানসভা ভিত্তিক আহ্বায়কদের সঙ্গে বৈঠকে বসে শুভেন্দু বারে বারে পুরনো বসে যাওয়া কর্মীদের মূল স্রোতে নিয়ে আসার কথা বলেছেন৷ তাদের কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন৷ কিন্ত্ত শুভেন্দুর কথায় জেলার দায়িত্বে থাকা লোকজনেরা নডে়চডে় বসেছেন এমন কোন খবর এখনো অব্দি পাওয়া যায়নি৷

ঘাটাল লোকসভা আসনে প্রচারের ময়দানে দেবকে বেগ দিচ্ছেন হিরণ৷ তার প্রচার চলছে একটা নির্দিষ্ট পরিকল্পনামাফিক৷ কিন্ত্ত সেই পরিকল্পনার ছিটে ফোটা মেদিনীপুরে অগ্নিমিত্রার ক্ষেত্রে এখনো অব্দি দেখা যাচ্ছে না৷ অগ্নিমিত্রা বলেন, আমি দিলীপদার মত অত সকালে উঠতে পারি না৷ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়৷ কিন্ত্ত দিলীপদার মতই প্রচারের শুরুটা করতে চাই চা চক্র দিয়ে৷ চা চক্রকে সামনে রেখে দিলীপ ঘোষ খড়গপুরের বিভিন্ন ওয়ার্ডে জনসম্পর্ক করতেন৷ প্রচারের সেই স্টাইল অগ্নিমিত্রা অনুকরণ করলেও ধারাবাহিকতা রক্ষা করতে এখনো অব্দি ব্যর্থ৷ খড়গপুর শহরে তিনটে মন্ডল কমিটির মধ্যেও সমন্বয় নেই৷ যার প্রভাব অগ্নিমিত্রার প্রচারেও পড়ছে৷

প্রচারে অগ্নিমিত্রা এখনো তার প্রতিদ্বন্দ্বী জুন মালিয়ার থেকে অনেক বেশি দৃশ্যমান কিন্ত্ত তার প্রভাব ভোট বাক্সে কতটা পড়বে তা ঠিক হবে ২৫ মে৷