দিলীপের পর মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিজেপি প্রার্থী স্বপনের, থানার দ্বারস্থ স্থানীয় বাসিন্দা

Written by SNS April 6, 2024 3:01 pm

নিজস্ব প্রতিনিধি – দোরগোড়ায় নির্বাচন, এরই মাঝে অব্যাহত রাজনৈতিক বাকযুদ্ধ৷ দিলীপ ঘোষের পর এবার বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার কুরুচিকর মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে উদ্দেশ্য করে৷ মুখ্যমন্ত্রীকে ‘ডাইনি’ বলে কটাক্ষ করলেন স্বপন, যা অত্যন্ত লজ্জাজনক৷ এবার এরই বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বারাসাত থানায় এফআইআর করলেন বারাসাতেরই এক স্থানীয় বাসিন্দা শঙ্খশুভ্র সরকার৷ তার দাবি, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে করা এহেন কুরুচিকর মন্তব্য অত্যন্ত অপমানজনক, সম্মানহানীকর এবং উস্কানিমূলক৷ এইরূপ মন্তব্য মানুষের ভাবাবেগকে আহত করতে পারে এবং রাজ্যের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে৷ পাশাপাশি অভিযোগপত্রে এই বক্তব্যের জন্য স্বপনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছেন শঙ্খশুভ্র সরকার৷
এক্ষেত্রে উল্লেখ্য, স্বপন মজুমদারকে বিজেপির তরফ থেকে প্রার্থী ঘোষণা করার পরই শুরু হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব৷ কিন্ত্ত কেন? নানা সময় বিভিন্ন ফৌজদারি অপরাধে অভিযুক্ত অনেকেই ভোটে প্রার্থী হন দলের অনুমোদনক্রমে৷ তবে সব কিছুকে ছাপিয়ে গিয়েছে বারাসত লোকসভা কেন্দ্রে ঘোষিত বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের অতীত৷ মাদক পাচারের অভিযোগে ১০ বছর কারাবাসের শাস্তি পেয়েছিলেন তিনি৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি মায়ানমার থেকে মাদক এনে অসম, নাগাল্যান্ড, মণিপুর-সহ গোটা দেশে তা পাচার করতেন৷ ২০১৭ সালে অসমের একটি মামলায় তাঁর ১০ বছর কারাদণ্ডও হয়৷ শুধু মাদক পাচার নয়, স্বপন মজুমদার নানা সময়ে নানা মন্তব্য করে বিতর্ক ছডি়য়েছেন বলে অভিযোগ আছে৷ গাইঘাটায় পঞ্চায়েত নির্বাচনের প্রচারে তিনি ক্ষমতায় এলে তৃণমূল নেতাদের এনকাউন্টার করার হুমকিও দিয়েছিলেন বলে অভিযোগ৷ এরই মধ্যে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করে ফের শিরোনামে আসলেন স্বপন৷

কুনাল ঘোষ থেকে অন্যান্য তৃণমূল নেতৃত্ব তো আছেই, পাশাপাশি স্বপন মজুমদারের প্রার্থী হওয়ার বিরুদ্ধে সরব হয়েছিলেন অশোকনগরের বিরা – রাজিবপুরের পঞ্চায়েত স্তরের বিজেপি নেতা শ্যামল দাস এবং অন্যান্য বিজেপি নেতৃত্বরাও৷ বিজেপির অন্দর থেকেই দাবি তোলা হয়, অবিলম্বে তাঁকে প্রার্থী তালিকা থেকে বাদ দিতে হবে৷ কিন্ত্ত নিজের দলীয় নেতা কর্মীদের দাবিতে বিন্দুমাত্র কর্ণপাত করেনি বিজেপি৷ একজন মাদক পাচারকারী, অপরাধী সে কি না লোকসভা নির্বাচনে প্রার্থী? সাংসদ হওয়ার লড়াইয়ে নেমেছেন? এই প্রশ্নই ঘুরে ফিরে আসছে বিজেপি নেতৃত্বদের কাছেই৷ এক্ষেত্রে উল্লেখ্য, এই লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার তিনবারের সাংসদ৷ সমগ্র বারাসাত কেন্দ্র কাকলির নিজের বাড়ি, তা বলাই বাহুল্য৷ কাকলির ঐকান্তিক প্রচেষ্টায় বাংলার বুকে বারাসাত শহর নতুন রূপে স্বীকৃতি পেয়েছে, ঢেলে সাজিয়েছেন নিজের কেন্দ্রকে৷ এদিকে স্বপনের কুরুচিকর মন্তব্যে যখন লাঞ্ছিত হচ্ছে গোটা নারী সমাজ, অন্যদিকে কাকলির হাত ধরে সাবলম্বী হচ্ছে মেয়েরা৷ এ প্রসঙ্গে বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সহ সভাপতি সোহম পাল জানিয়েছেন, নিঃসন্দেহে গতবারের তুলনায় এবার কাকলি ঘোষ দস্তিদারের প্রাপ্ত ভোটের ব্যবধান বাড়বে৷